পর্দা সম্পর্কে জরুরী প্রশ্ন উত্তর
প্রশ্ন : আজকাল মহিলাদের বে-পর্দায় অফিস ও ফ্যাক্টরী ইত্যাদিতে চাকরি করা সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে, এটাকে দূষণীয় মনে করা হয় না। সুতরাং এমন পরিস্থিতিতে দৃষ্টির হিফাযত কীভাবে করতে হবে এবং বাস ও রাস্তা-ঘাটে অনিচ্ছায় তাদের উপর দৃষ্টি পড়ে গেলে গোনাহ হবে কি?
উত্তর : পরপুরুষের সাথে মিশ্রণ ঘটে এমন স্থানে মহিলাদের চাকরি করা হারাম। আর এমন পরিস্থিতি যেহেতু আমাদের সমাজে সৃষ্টি হয়েছে, কাজেই, স্বীয় ঈমান রক্ষার্থে দৃষ্টির হিফাযত একান্ত প্রয়োজন। ইচ্ছা করে কোনো মহিলার দিকে দৃষ্টিপাত করা যাবে না। তবে যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায়, তাহলে তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে আনবে।
- আপকে মাসায়েল ৮/৮২: আদ্দুররুল মুখতার ৬/৩৬৭।
মহিলা নিজেকে মাহরামের সামনে কতটুকু উন্মুক্ত রাখতে পারে
প্রশ্ন : একজন মহিলা তার মাহরামের সামনে নিজেকে কতটুকু উন্মুক্ত রাখতে পারে?
উত্তর : টাখনুর নীচের অংশ, বক্ষদেশের উপরের অংশ, মাথা, চেহারা ও বাহু মাহরামের সামনে উন্মুক্ত করার অবকাশ আছে।
- আপকে মাসায়েল ৮/৯৩: মিশকাত ২৬৮ সূরা আহযাব ৩৩,৩৯ সূরা নূর ৩১।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ