পাঁচ নং সবক
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
نَحْمَدُهٗ وَ نُصَلِّىْ عَلٰى رَسُوْلِهِ الْكَرِيْمِ
১. নামাযে পঠিত যিকিরসমূহের অর্থ-
(৩) وَبِحَمْدِكَ আপনার প্রশংসা বয়ান করছি। (৪) وَتَبَارَكَ اسْمُكَ আপনার নাম বরকতময়। (৫) وَتَعَالىٰ جَدُّكَ আপনার শান ও মযার্দা অনেক উঁচু।
২. নামাযের সুন্নাতসমূহ-
(৩) মুক্তাদির তাকবীরে তাহরিমা ইমামের তাকবীরে তাহরিমার পরক্ষণেই হওয়া। (৪) তাকবীরে তাহরিমা বলার পূর্বে পুরুষদের উভয় হাত কান পর্যন্ত উঠানো এবং মহিলাদের উভয় হাত কাঁধ পর্যন্ত উঠানো সুন্নাত। অপারগতায় পুরুষরাও কাঁধ পর্যন্ত উঠালে কোনো অসুবিধা নেই। (৫) তাকবীরে তাহরিমার সময় হাতের তালু কেবলার দিকে রাখা।
৩. বড় বড় (কবীরা) গুনাহসমূহ- যা তাওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তা‘আলা যার উপর দয়া করেন।
(৩) কাউকে তাচ্ছিল্যের সাথে এভাবে ডাকা, যেমন- হে অন্ধ! হে ল্যাংড়া! হে মোটকা ইত্যাদি। (৪) কারো প্রতি খারাপ ধারনা করা, অথার্ৎ শরীয়ত সম্মত কোনো দলীল—প্রমাণ ছাড়া কেবল মাত্র অবস্থা ও আলামতের উপর নির্ভর করে কাউকে মন্দ জানা। (৫) কারো দোষ—ত্রুটি তালাশ করা।
৪. গুনাহের ক্ষতিসমূহ দুনিয়াতেই যার সম্মুখীন হতে হয়-
(৩) গুনাহগারের মধ্যে আল্লাহ তা‘আলার প্রতি এক প্রকার দূরত্ব ও আতঙ্কের ভাব সৃষ্টি হয় এবং অন্যান্য মানুষদের থেকেও দুরত্ব সৃষ্টি হয়। বিশেষ করে নেককারদের থেকে, তাদের সোহবত ও সান্নিধ্যে বসতে মন চায় না। নেককার লোক দেখলে ভয়ভীতি সঞ্চার হয় ফলে নেককারদের ফয়েয ও বরকত হতেও বঞ্চিত হয়। (৫) গুনাহগার ব্যক্তির অন্তরে এক প্রকার অন্ধকারাচ্ছন্নতা সৃষ্টি হয়, যার অশুভ পরিণতি হলো, মানুষ বিদআত, গোমরাহি ও মূর্খতায় লিপ্ত হয়ে এক পর্যায়ে দ্বীনি অধ:পতনে নিমজ্জিত হয়ে দুনিয়া ও আখেরাত ধ্বংস হয়ে যায়।
৫. নেক কাজের ফায়দাসমূহ, যা দুনিয়াতেই পাওয়া যায়-
(৩) উদ্দেশ্য ও মনের সদিচ্ছা সহজে পূরণ হয় এবং আল্লাহ তা‘আলা তার সকল কাজ সহজে সমাধান করে দেন। (৪) নেকীর বরকতে জীবন হয় মধুর ও সুখময়। বাস্তব জীবনে বিষয়টা এভাবে অনুভূত হয় যে, এমন আনন্দময় শান্তির জীবন কোনো রাজা—বাদশাহরও ভাগ্যে জোটেনা। (৫) প্রয়োজনের সময় বৃষ্টি বর্ষিত হয়, সম্পদ বৃদ্ধি পায়, সন্তান লাভ হয়, বাগবাগিচা ফুলে ফলে সমৃদ্ধ হয় এবং নদীনালা, খাল—বিলে পানি বৃদ্ধি পায়।
চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চিঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন
মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক
চার নং সবক। এক মিনিটের মাদরাসা