Question-and-answer

প্রয়োজনবশত না-মাহরাম মহিলাদের সাথে কথাবার্তা। জরুরী মাসআলা

জানা-অজানা

প্রয়োজনবশত না-মাহরাম মহিলাদের সাথে কথাবার্তা

প্রশ্ন : বায়হাকী শরীফে বর্ণনা করা হয়েছে যে, না-মাহরাম মহিলাদের প্রতি দৃষ্টি দেওয়া বা দৃষ্টিপাত করার কামনাকারীর উপর আল্লাহ তা’আলার অভিশাপ রয়েছে। কিন্তু বর্তমানে উক্ত হাদীসের উপর আমল করা একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায়।

কেননা, বিভিন্ন অফিস- আদালত থেকে আরম্ভ করে হাসপাতাল, দোকান ব্যাংক-বীমা সর্বস্থানে শুধু নারী আর নারী। যেদিকেই দৃষ্টি দেওয়া হয় নারী ছাড়া আর কিছুই দেখা যায়না।

সুতরাং নিজের প্রয়োজন পূরণ করতে হলে এ সমস্ত অফিস-আদালত, ব্যাংক-বীমায় যেতে হয় এবং বাধ্য হয়ে না-মাহরাম মহিলাদের সাথে কথা বলতে গিয়ে চোখে চোখ রেখে কথা বলতে হয়। এ ধরনের এক প্রকার বাধ্য হয়ে না-মাহরামের সাথে কথা বলা যাবে কিনা?

উত্তর : না মাহরামের সাথে একান্ত বাধ্য হয়ে কথা বলার প্রয়োজন হলে চোখে চোখ রেখে কথা বলা যাবে না; বরং চক্ষু অবনত করে কথা বলতে হবে।

  • মাহমুদিয়া ২৮/১৩৮: শামী ৬/৩৬৯ শরহুন নববী ২/১৭৭।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

জরুরী মাসআলা-মাসায়েল

https://youtu.be/JzUwd-EUYW0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *