ফেতনার আশংকা থাকলে মাহরামের সাথেও পর্দা করতে হবে
প্রশ্ন : কোনো মহিলার মাহরাম আত্মীয়-স্বজন মদ পান বা অন্য কোনো শরীয়তবিরোধী কাজে লিপ্ত হয়ে পড়লে এবং তাদের সাথে মুসলিম-অমুসলিমের বিভিন্ন অনুষ্ঠানে যেতে বাধ্য করলে ঐ মহিলার স্বামীর জন্য তার স্ত্রীকে মাহরামের সাথে যেতে নিষেধ করার অধিকার রয়েছে কি না?
উত্তর : মাহরাম কর্তৃক ফেতনার আশংকা থাকলে তাদের সাথে পর্দা বজায় রাখতে হবে।
- মাহমুদিয়া 28/99, হিন্দিয়া 5/328, বাহরুর রায়েক 8/194, যাইলায়ী 6/19।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ
মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?
ঘুরাফেরা করণার্থে মহিলাদের বাইরে যাওয়া
যে মহিলা বে-পর্দা চলতে অভ্যস্ত তার জন্যও পর্দা আবশ্যক
বিবাহের পর কনে তুলে নেওয়ার আগে পর্দা রক্ষা করা কি জরুরী?