বন্ধুর স্ত্রী থেকে পর্দা করা
প্রশ্ন : শরীয়তের দৃষ্টিতে কাদের থেকে পর্দা করা জরুরী?
উত্তর : যাদের সাথে বিবাহ জায়েয তাদের সাথে পর্দা করা আবশ্যক।
- মাহমুদিয়া ২৮/১৩৭: আল-মাবসুত ৩/৫৬।
ভগ্নিপতির মাতা হতে পর্দা
প্রশ্ন : ওমর বকরের শ্যালক। এখন জানার বিষয় হলো, ওমরকে বকরের মাতার সাথে পর্দা করতে হবে কি?
উত্তর : হ্যাঁ, তিনি মাহরাম না হওয়ার কারণে তার সাথে পর্দা করতে হবে।
- মাহমুদিয়া ২৮/১৩৭: মিরকাত ৩/৪০৯।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ