বিশিষ্ট মুহাদ্দিস ইমাম শা’বী আবু উমর ইবনে শুরাহবীল রহ.
বিশিষ্ট মুহাদ্দিস ইমাম শা’বী আবু উমর ইবনে শুরাহবীল রহ. ছিলেন বিশিষ্ট তাবেঈ ও প্রখ্যাত মুহাদ্দিস। তিনি ৫০০ (পাঁচ শত) সাহাবীর সাক্ষাত লাভ করেছেন। আসিম রহ. বলেন- হেজায, কুফা ও বসরায় তাঁর সমকক্ষ কোন আলেম ছিলেন না। তিনি নিজে উক্তি করেন যে, ২০ (বিশ) বৎসরের মধ্যে কোন মুহাদ্দিসের নিকট এমন কোন হাদীস নেই যে সম্পর্কে আমার জানা নেই। সাহাবায়ে কেরাম রাযি. এর সম্মুখে তিনি হাদীসের দরস দিতেন। অনেক সাহাবীও তার দরসে শরীক হতেন।
বিশিষ্ট-মুহাদ্দিস ইমাম শা’বী রহ. ই ইমাম আবু হানীফা রহ. এর মধ্যে অসাধারণ যোগ্যতার লক্ষণ দেখে তাকে ইলমের প্রতি অনুপ্রাণিত করেন, ইমাম সাহেব রহ. দীর্ঘদিন তাঁর শিষ্যত্ব লাভ করেন। ১০৩ হিজরী সনে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে ইহলোক গমন করেন। কোন কোন বর্ণনামতে তিনি ২০ হিজরী সনে জন্ম গ্রহন করেন এবং ১০৪ হিজরী সনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।
ভাষান্তর : আবু তাসনীম উমাইর
বাণী
“উম্মত থাকবে সুন্নাত থাকবে না
এটা আল্লাহ তা‘আলার পছন্দনীয় নয়।
আল্লাহ তা‘আলা সুন্নাতের মাধ্যমেই উম্মতকে দয়া-মায়া,
ক্ষমা ও নাজাতের ওয়াদা করেছেন।”
হযরত পীর সাহেব দেওনা
উপদেশ
হে ছাত্র ভায়েরা!
তোমরা তোমাদের ইলমকে আমলের সাথে মিলাও,
তাহলেই ইলম কাজে লাগবে।
তাহলেই ইলম কাজে লাগবে।
খাদেমুস সুন্নাহ শাইখে দেওনা দা: বা:
![]() |
অভিভাবক সমাবেশ 2019 |
খাদেমুস সুন্নাহ
অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সাহেব দা. বা.
এর সংকলিত কিতাবসমূহ মুহিউস সুন্নাহ প্রকাশনী কতৃর্ক প্রকাশ করা হয়।
1. তালিমুস সুন্নাহ
2. নেসাবে তালিমুস সুন্নাহ 3. রাহে তরীকত মামুলাতে আবরার 4. আদাবে কুরআন |
কুরআনুল কারিমের কথা প্রবন্ধটি পড়তে ক্লিক করুন
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ