বৃষ্টি, বজ্রপাত

বৃষ্টি, বজ্রপাত এবং বন্যার অনিষ্টতা থেকে হেফাজতের আমল

আমার দেশ ইবাদত নসীহত

বৃষ্টি, বজ্রপাত এবং বন্যার অনিষ্টতা থেকে হেফাজতের আমল

বৃষ্টি, বজ্রপাত
হেফাজতের আমল

প্রথম আমল : বৃষ্টি বর্ষন শুরু হলে এই দু‘আ পাঠ করুন-

اَللّٰهُمَّ صَيِّبًا نَّافِعًا، اَللّٰهُمَّ صَيِّبًا نَّافِعًا.

উচ্চারণ : আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ।
অর্থ : “হে আল্লাহ! অত্যন্ত উপকারী বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ! অত্যন্ত উপকারী বৃষ্টিবর্ষণ করুন।” -ইবনে মাজাহ, খণ্ড ৫, পৃষ্ঠা : ৫১, হাদীস নং-৩৮৮৯

দ্বিতীয় আমল : অতিবৃষ্টি ও অনাবৃষ্টি আল্লাহ তা‘আলার গজবের কারণ এবমতাবস্থায় অতিরিক্ত বৃষ্টির সময় বেশী বেশী এই দু‘আটি পাঠ করুন-

اَللّٰهُمَّ حَوَالَيْنَا وَلَاعَلَيْنَا, اَللّٰهُمَّ عَلَى الْاٰكَامِ وَالْجِبَالِ وَالْاٰجَامِ وَالظِّرَابِ وَالْاَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ.

উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা আলাল আ—কামি ওয়াল জিবালি ওয়াল আ—জামি ওয়াযযিরাবি ওয়াল আওদিয়াতি ওয়াল মানাবিতিশ শাজারি।

অর্থ : “হে আল্লাহ! আমাদের আশপাশে বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপরে নয়। হে আল্লাহ! টিলাসমূহ, পাহাড়, পর্বত, নদীনালা ও বৃক্ষ উৎপাদনস্থলে বৃষ্টি বর্ষণ করুন।” -বুখারী, খণ্ড ২, পৃষ্ঠা : ২৮, হাদীস নং- ১০১৩

তৃতীয় আমল : মেঘের গর্জন ও বজ্রপাতের অনিষ্টতা থেকে হিফাযতের জন্য নিম্নোক্ত দু‘আটি পড়তে থাকুন-

اَللّٰهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذٰلِكَ.

উচ্চারণ : আল্লাহুম্মা লা তাক্বতুলনা বিগাযাবিকা ওয়ালা তুহলিকনা বিআজাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা।

অর্থ : “হে আল্লাহ! তোমার গযব দ্বারা আমাদেরকে হত্যা করো না এবং তোমার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করো না। আর এর পূর্বে আমাদের নিরাপত্তা দান কর।” -জামে তিরমিযী, খণ্ড ৫, পৃষ্ঠা : ৫০৩, হাদীস নং- ৩৪৫০

চতুর্থ আমল : ইস্তেগফার পাঠ করা এবং বেশী বেশী দান সদকাহ করা।

পঞ্চম আমল : নিয়মিত সালাতুল তাওবা ও সালাতুল হাজাত নামাজের ইহতিমাম করুন ।

ষষ্ট আমল : খতমে ইউনুস এর আমল নিয়মিত করতে থাকুন। অর্থাৎ, ১ লক্ষ ২৫ হাজার বার لَااِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ এর খতম করে দু‘আ করা।

সপ্তম আমল : বন্যার্তদেরকে সামর্থ অনুযায়ী সাহায্য সহযোগীতা করা।

সওয়াবের নিয়তে নিজে আমল করুন অন্যদেরকে আমল করার জন্য বেশী বেশী প্রচার করুন

মদীনার জীবনে ইহুদীদের ষড়যন্ত্র | সৈয়দ আলী আহসান Rahe Sunnat Blog

আদর্শ সেনানায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ড. এ. কে. এম. আইয়ুব আলীhttps://usblog366.blogspot.com/2021/08/blog-post_395.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *