বে-পর্দায় মহিলাদের ঘুরাফেরা করা
প্রশ্ন : মুসলিম মহিলাদের জন্য জনসমক্ষে বে-পর্দায় ঘুরাফেরা জায়েয আছে কি?
উত্তর : আজকাল বিভিন্ন অলি-গলিতে বাজার-ঘাটে, স্কুল-কলেজ ও অফিস-আদালতে যেভাবে বে-পর্দার সয়লাব সৃষ্টি হয়েছে, আমাদেরা স্ত্রী- কন্যারা যেভাবে ইহুদী-খ্রিস্টানদের পদাঙ্কানুসরণে অঙ্গসজ্জা করে ঘুরাফেরা করছে একেই কুরআনের ভাষায় ‘জাহেলিয়াতের বে-পর্দা’ বলে অভিহিত করা হয়েছে।
বস্তুত সেটা মানুষের সভ্যতা, আভিজাত্য ও ইজ্জত-সম্মানের মুখের উপর সজোরে চপেটাঘাত। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ‘যে মহিলা নিজ ঘর ছেড়ে অন্যত্র কাপড় খুলে, সে যেন আল্লাহ ও তার মাঝে যে বাঁধ ছিল তা ছিন্ন করলো।
শরীয়তের দৃষ্টিতে মহিলার মাথার একটি কেশও খোলা রাখা যাবে না; বরং সমগ্র কেশ ঢাকা ওয়াজিব। এমনকি শরীয়তের দৃষ্টিতে না মাহরামের সামনে সতর খোলা হারাম ও স্বভাবগতভাবে আত্মসম্ভ্রমবোধহীনতা।
- আপ কে মাসায়েল ৮/৭৬: তা’লীমুত তুল্লাব লিত্থানবী ৫।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ