ভালো বক্তা হতে কি কি প্রয়োজন?
ভালো বক্তা হতে হলে প্রাথমিক পর্যায়ে ৪টি জিনিস প্রয়োজন।
১. কথা বলার মতো সুস্থ মুখ বা জিহ্বা।
২. ধারণক্ষমতাসম্পন্ন মেধা ও বুদ্ধি।
৩. শব্দ ও কথা নিয়ন্ত্রণশীল মাত্রাজ্ঞান।
৪. মোটামুটি ইলমী যোগ্যতা।
উল্লেখিত চারটি পুঁজি যদি কারো থাকে এবং ধারাবাহিকভাবে নিয়ম মেনে আন্তরিকতার সাথে মেহনত করে। অতি অল্প সময়ের ব্যবধানে বক্তা তিনি হবেনই ইনশাআল্লাহ।
তবে মনে রাখতে হবে, আল্লাহ পাকের রহমত ছাড়া বক্তা হওয়া যায় না। আর আল্লাহর রহমত পাওয়ার জন্য মাওলার দরবারে প্রচুর কান্নাকাটি করতে হবে।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ
মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?
ঘুরাফেরা করণার্থে মহিলাদের বাইরে যাওয়া
যে মহিলা বে-পর্দা চলতে অভ্যস্ত তার জন্যও পর্দা আবশ্যক
বিবাহের পর কনে তুলে নেওয়ার আগে পর্দা রক্ষা করা কি জরুরী?
ডাক্তারের সামনে শরীর উন্মুক্ত করার শরয়ী বিধান কী?