Question-and-answer

মহিলাদের একা ভ্রমণ করা

জানা-অজানা

মহিলাদের একা ভ্রমণ করা

প্রশ্ন : মহিলার জন্য মাহরাম ব্যতীত একা সফর করা জায়েয হবে কি?

উত্তর : মহিলাদের জন্য মাহরাম ব্যতীত সফর করা নিষেধ। সিহাহ 8 সিত্তাসহ সকল হাদীসের কিভাবে একাধিক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: যে নারী আল্লাহ তা’আলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরকালে বিশ্বাস করে, তার জন্য মাহরাম ব্যতীত তিন দিনের দূরত্বে সফর করা সম্পূর্ণরূপে না-জায়েয।

উক্ত হাদীসের আলোকে জানা যায় যে, মহিলাদের জন্য মাহরাম ব্যতীত সফর না করা মূলত নারী হিসাবে তার ঈমানী দায়িত্ব। সুতরাং যে নারী উক্ত ঈমানী দায়িত্বকে অগ্রাহ্য করলো এবং হাদীসের উপর আমল করলো না সে হারাম কাজে লিপ্ত হলো। কেননা, এ ধরনের নারীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল তথা বৈধ হবে না শব্দ উচ্চারণ করেছেন প্রাপ্ত বয়স্ক মেয়ের পর্দা তার মাতাপিতার উপর ন্যস্ত।

  • আপ কে মাসায়েল ৮/৬১৭: মুসলিম ১/৪৩৩।

প্রশ্ন : প্রাপ্ত বয়স্ক মেয়ের পর্দার ব্যাপারে যিম্মাদার কে? পিতা না মাতা?

উত্তর : প্রাপ্ত বয়স্ক মেয়ের পর্দার যিম্মাদারী মাতাপিতা উভয়ের উপর ন্যস্ত । আর স্বয়ং মেয়ের উপরও ফরয।

  • আপ কে মাসায়েল ৮/৬৭: সূরা নূর ৩১ মিশকাত ৩২০-৩২১।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

জরুরী মাসআলা-মাসায়েল

https://www.youtube.com/watch?v=9UjMRlR_pRk&t=712s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *