Question-and-answer

মহিলাদের ঘরের বাইরে গমনের বিধান।

জানা-অজানা

মহিলাদের ঘরের বাইরে গমনের বিধান।

প্রশ্ন : ঘরের ভিতর অবস্থানকারী নারীদের বাইরে যাওয়ার জন্য কোনো শর্ত রয়েছে কিনা? তাছাড়া বাইরে গমন সম্পর্কে শরীয়তের বিধান কী?

উত্তর : মহিলাদের অবস্থান স্থল হচ্ছে, ঘরের অভ্যন্তর। বিনা- প্রয়োজনে তাদের বাইরে গমন করা সম্পূর্ণরূপে নিষেধ। এ মর্মে মহান রাব্বুল আলামীন পবিত্র কুরআনের সূরা মাহযাবের ৩৩নং আয়াতে উম্মাহাতুল মুমিনীনকে সম্বোধন করে বলেন:

وَقَرْنَ فِي بُيُوتِكُن ولا تبرجن تبرج الجاهلية الأولى.

অর্থঃ তোমরা ঘরের অভ্যন্তরে অবস্থান কর, বর্বর যুগের নারীদের ন্যায় উলঙ্গপনা অবলম্বন করো না।অনেকে হয়তো মনে করতে পারেন যে, উক্ত নির্দেশ কেবল উম্মুহাতুল মুমিনীনের সাথেই সীমাবদ্ধ। তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল। যেমন, মুফতী মুহাম্মদ শফী (রহঃ) তাঁর রচিত ‘আহকামুল কুরআন’ নামক কিতাবে বলেন, উক্ত আয়াতে পাঁচটা বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছে:

এক. অপরিচিত লোকের সাথে কোমল স্বর কথা বলা যাবে না; বরং কিছুটা গলার স্বরকে কর্কশ করে বলার চেষ্টা করতে হবে।

দুই. ঘরের অভ্যন্তরে অবস্থান করতে হবে।

তিন, নামাযের প্রতি যত্নবান হতে হবে।

চার. যাকাত আদায় করা।

পাঁচ. আল্লাহ তা’আলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ পালন করা এবং তাদের অনুগত হওয়া।

এ কথা সুস্পষ্ট যে, উল্লিখিত সকল বিধান ব্যাপক এবং তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের সাথেই সীমাবদ্ধ নয়। যেমন, মুফাসসিরগণ এ কথার উপর একমত যে, উক্ত বিধানসমূহ সকল মহিলার জন্য প্রযোজ্য। বিশিষ্ট মুফাস্সির আল্লামা হাফেজ ইবনে কাসীর (রহঃ) বলেন, এসব বিধানের ক্ষেত্রে আল্লাহ তা’আলা উম্মুহাতুল মুমিনীনকে সামনে রেখে সকল মহিলার সম্বোধন করেছেন।

মোটকথা, প্রয়োজনের তাগিদে কিছু শর্ত অবলম্বনের মাধ্যমে মহিলাগণ ঘরের বাইরে বের হতে পারে। হযরত মুফতী মুহাম্মদ শফী (রহঃ) এ মর্মে কুরআন শরীফের আয়াত এবং হাদীস শরীফ পেশ করার পর শর্তসমূহ উল্লেখ করতে গিয়ে বলেন:

১. বাইরে বের হওয়ার সময় কোনো প্রকার সুগন্ধি লাগাতে পারবে না এবং নতুন ও সুন্দর পোশাক পরিধান করা থেকে বিরত থাকতে হবে; বরং ময়লা পুরনো পোশাক পরিহিতা অবস্থায় বের হবে।

২. বাইরে বের হওয়ার সময় আওয়াজযুক্ত কোনো অলংকার পরিধান করতে পারবে না।

৩. হাঁটার সময় মাটিতে এমনভাবে পা রাখবে না, যাতে ভিতরে
পরিহিত অলংকারের শব্দ বইরে প্রকাশ পায়।

৪. নিজের চাল-চলনে অন্যকে আকৃষ্ট করার অবস্থা থাকতে পারবে না।

৫. রাস্তার মধ্য দিয়ে চলা পরিহার করে এক পাশ দিয়ে চলবে।

৬. ঘর থেকে বের হওয়ার সময় একটা মোটা চাদর দ্বারা পুরো শরীর আবৃত করে নিবে, যেন চোখ ব্যতীত শরীরের কোনো অংশ প্রকাশ না পায়।

৭. স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হতে পারবে না।

৮. স্বামীর অনুমতি ছাড়া কারও সাথে কথাও বলতে পারবে না।

৯. কোনো অপরিচিত লোকের সাথে কথা বলার সময় নিজের স্বর ও উপস্থাপনার মধ্যে নম্রতা কোমলতা পরিহার করতে হবে; বরং কিছুটা কর্কশ স্বরে কথা বলা উচিত। যাতে তার অন্তরে কোনো প্রকারের কুমন্ত্রণা স্থান না পায়।

১০. সাধ্যানুযায়ী চক্ষু অবনত রাখতে হবে। যাতে কোনো না- মাহরামের প্রতি দৃষ্টি না পড়ে।

১১. পুরুষের দলের ভিতর ঢুকতে পারবে না।

উল্লিখিত শর্তের আলোকে এ কথা সুস্পষ্ট হয়ে যায় যে, সংসদসদস্য হওয়া এবং জনসভায় বক্তৃতা প্রদান করা ইত্যাদি নারীত্বের সম্পূর্ণ বিপরীত এবং পর্দার নির্দেশের পুরোপুরি লঙ্ঘন।

  • আপকে মাসায়েল ৮/৬১৫: সূরা আহযাব ৩৩ বয়ানুল কুরআন, আহকামুল- কুরআন জুয়বে খামেস ২০০

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

জরুরী মাসআলা-মাসায়েল

https://www.youtube.com/watch?v=LOFr0HD4Onw&t=3s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *