Question-and-answer

মহিলাদের প্রয়োজনে বাজারে যাওয়ার বিধান। জরুরী মাসআলা

জানা-অজানা

মহিলাদের প্রয়োজনে বাজারে যাওয়ার বিধান। জরুরী মাসআলা-মাসয়েল

প্রশ্ন : মহিলাদের জন্য বাজারে যাওয়া হারাম। তদ্রূপ শুনতে পেয়েছি- শরীয়ত সমর্থিত সফর যেমন হজ্জের সফরও মাহরাম ব্যতীত জায়েয না-জায়েয হারাম। তাহলে কি মহিলারা প্রয়োজনে কাপড় ইত্যাদি ক্রয় করার জন্য বাজারে যেতে পারবে না? বিশেষ করে যখন স্বামী-স্ত্রীর পছন্দে অনেক পার্থক্য হয়, তখন পর্দা করে গেলে অসুবিধা কোথায়? চেহারা ঢেকে রাখা তো ওয়াজিব নয় বরং মুস্তাহাব।

উত্তর : বিনা প্রয়োজনে মহিলাদের জন্য বাজারে যাওয়া জায়ে নেই। ভিন্ন পুরুষের সামনে চেহারা খুলাও জায়েয নয়। চেহারা ঢেকে রাখার ব্যাপারে আপনার বক্তব্য ভুল। পর্দার ক্ষেত্রে অবহেলাজনিত পদক্ষেপ শরীয়তের দৃষ্টিতে সীমালঙ্ঘন। প্রয়োজনবশত মহিলাকে বাজারে যেতে হলে ঘর থেকে বের হওয়ার পর ঘরে ফিরে আসা পর্যন্ত পরিপূর্ণ পর্দা পালন করতে হবে এবং চেহারা ঢেকে রাখতে হবে।

  • আপকে মাসায়েল ৮/৫৩: সূরা আহযাব ৩৩,৫৯ তাফ: মাযহারী ৭/৩৮৪।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

জরুরী মাসআলা-মাসায়েল

https://www.youtube.com/watch?v=nvdQDCx4KUA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *