মহিলাদের ফ্যাক্টরীতে কাজ করার বিধান কী ?
প্রশ্ন : এমন ফ্যাক্টরী যেখানে শুধু মহিলারা কাজ করে, কোনো পুরুষের সংমিশ্রণ নেই, এমনকি সুপারভাইজারও মহিলা হয়, তথায় মহিলাদের চাকরি করার শরয়ী বিধান কী?
উত্তর : একান্ত প্রয়োজনে শরয়ী সীমারেখার ভিতর থেকে তথায় চাকরি করার অবকাশ আছে।
- মাহমুদিয়া 28/86, দুররে মুখতার 5/225, আল-বাহরুর রায়েক 4/163, আল- ফিকহুল হানাফী ওয়া আদিল্লাহ 248।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ
মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?
ইসলাম কী? মুফতি মুহাম্মদ উবাইদুল্লাহ