মহিলার কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত কিনা?
প্রশ্ন : কোনো রমণীর জন্য বাজে লোকের সভা-সমিতিতে বক্তব্য দেওয়া কেমন?
উত্তর : না-জায়েয
প্রশ্ন : ওড়না-বোরকায় আবৃত মহিলা পুরুষের সভা-সমাবেশে বক্তব্য দেওয়া কেমন?
উত্তর : যেখানে ফুকাহায়ে কেরাম ফেতনা-ফাসাদের কারণে বোরকায় আবৃত হয়ে মহিলাদের মসজিদে নামাযের জন্য যাওয়াকে নিষেধ করেছেন, সেক্ষেত্রে মহিলাদের জন্য পুরুষের সভা-সমাবেশে গিয়ে বক্তব্য দেওয়ার অনুমতি কী করে হতে পারে। তাই তাদের জন্য (একান্ত প্রয়োজন ছাড়া) সভা-সমাবেশে গিয়ে বক্তব্য দেওয়া নিষেধ।
- মাহমুদিয়া করাচী ১৯/১৯৩: রাদ্দুল মুহতার ১/৪০৬, ১/৫৬৬,৬/৪০৬ মাসূত লিস সারাখসী ১/২৭৭ আহকামুল কুরআন লিল-জাসসাস ৩/৫২৯ ফিক্স সুন্নাহ ১/২২৯ মিশকাত ৯৬ লামআতুত্ তানকীহ ফী শরহি মিশকাতুল মাসাবীহ ৩/২৮২ হাশিয়াতুত্ তাহতাবী আলাল মারাকী ৩০৪ আন নাহরুল ফায়েক ১/২৫০-২৫১।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ