মহিলা প্রয়োজনে বাজারে গেলে কতটুকু পর্দা জরুরী?
প্রশ্ন : একান্ত প্রয়োজনে কোনো মহিলা বাজারে গেলে কতটুকু পর্দা করা আবশ্যক?
উত্তর : যদি কোনো মহিলাকে একান্ত প্রয়োজনে ঘরের বাইরে যেতেই হয়, তাহলে বড় চাদর বা বোরকায় নিজের সমস্ত শরীর আবৃত করে নিবে এবং শুধু রাস্তা দেখার জন্য চক্ষুদ্বয় খোলা রাখার অবকাশ আছে ঘরের বাইরে সাজ-গোজ আর ঘরে পর্দা করা।
- আপকে মাসায়েল ৮/১০০: তিরমিযী, তাফসীরে মাযহারী ৬/৪৯৫।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ