মাতা পিতার হক
উপরোল্লেখিত ব্যক্তিগন ধর্মীয় নিয়ামত পাওয়ার মাধ্যম। কাজেই তাদের হক আদায় করা জরুরী হয়েছে। অপর দিকে জাগতিক নিয়ামত পাওয়ার মাধ্যম যারা হয়ে থাকেন, শরীয়তের আলোকে তাদেরও অধিকার রয়েছে। যেমনঃ মাতা পিতা আমাদের অস্থিত্ব ও লালন-পালনের মাধ্যম।
তাদের হক নিম্নরূপঃ
১. তাদেরকে কোন রকম কষ্ট না দেয়া । যদিও তারা কোন ব্যাপারে সীমা লংঘন করেন।
২. কথাবার্তা ও আচরনে তাদের প্রতি শ্রদ্ধা প্রর্দশন করা।
৩. শরীয়ত মুতাবেক তাদের হুকুম মান্য করা।
৪. প্রয়োজনে টাকা পয়সার দ্বারা সহায়তা করা । যদিও তারা কাফের হন।
মাতা-পিতার মৃত্যুর পর তাদের হক
১. তাদের জন্য মাগফিরাত ও রহমতের দু‘আ করা, নফল আমল ও সদকা খয়রাত করে তাদের জন্য ইসালে সওয়াব করা।
২. তাদের বন্ধু-বান্ধবদের সাথে সদ্ব্যবহার করা ও আর্থিক সহযোগিতা করা।
৩. পিতা-মাতার ঋণ পরিশোধ করে দেয়া।
৪. সময়ে সময়ে তাদের কবর যিয়ারত করা।
দাদা-দাদি, নানা-নানি,খালা-মামা, চাচা ও ফুফুর হক
দাদা-দাদি, নানা-নানি শরীয়তের দৃষ্টিতে মাতা-পিতার সমতুল্য।মাতা-পিতার হক সমূহ তাদেরও হক বা অধিকার মনে করতে হবে। খালা ও মামার হক মায়ের হকের মত। চাচা- ও ফুফুর হক পিতার হকের অনুরূপ। হাদীসে এ কথার প্রতি ইঙ্গিত রয়েছে।
প্রতিবেশীর হক
সাধারণ মুসলমানের ছাড়া যাদের মধ্যে বিশেষ গুণ রয়েছে বা যাদের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে তাদের হক আরো বেড়ে যাবে।
যেমন প্রতিবেশি। প্রতিবেশী সম্পর্কে অধিক দায়িত্বসমূহের মধ্যে রয়েছেঃ-
১. সদাচরণ করা ও তার উপকার করা।
২. তার পরিবারের ইজ্জত-আবুর প্রতি লক্ষ্য রাখা।
৩. সময় সুযোগমত প্রতিবেশীকে উপহার দেওয়া। প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তাকে অন্ন দেয়ার ব্যপারে বিশেষভাবে যতœবান হওয়া।
৪. তাকে কষ্ট না দেওয়া। ছোট খাটো ব্যাপার নিয়ে কথা বাড়াবাড়ি না করা। প্রতিবেশীর কষ্ট দুর করার নিমিত্ত শরীয়ত তার জন্য হককে শুফ‘আ এর বিধান দিয়েছে।
আলেমগণ লিখেছেন, বাড়ীতে থাকাকালীন যেমন প্রতিবেশী হয়ে থাকে তেমনি ভ্রমণেও প্রতিবেশী হয়। অর্থাৎ ভ্রমণ সাথী পুরো ভ্রমণের সাথী হোক বা আংশিক ভ্রমণের সাথী হোক হাদীসে একজনকে ‘জারে মাকাম’(স্থায়ী প্রতিবেশী) অন্যজনকে ‘জারে বাদিয়া’(ভ্রাম্যমান প্রতিবেশী বা ক্ষণস্থায়ী প্রতিবেশী) বলে আখ্যায়িত করা হয়েছে। ভ্রমণসাথীর হকও বাড়ীর পার্শ্বস্থ প্রতিবেশীর হকের ন্যায়।
সারকথা ভ্রমণ-সাথীর আরামকে নিজের আরামের উপর প্রাধান্য দিবে। কেউ কেউ যানবাহনে ভ্রমণ-সাথীর সংগে (সিট ও জানালা ইত্যাদি ছোট খাটো ব্যাপার নিয়ে) ঝগড়া করে; এটা অত্যন্ত হীনমন্যতার পরিচয়।
কুরআনুল কারিমের কথা প্রবন্ধটি পড়তে ক্লিক করুন
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ