মাথায় চিরুনি করে ফুল পরিধান করে বাইরে গমন করা
প্রশ্ন : জনৈক ব্যক্তি বলেন, আমাদের এলাকায় অধিকাংশ মহিলারা প্রায় প্রতিদিনই কিংবা অধিকাংশ সময়ই চিরুনি করার পর মাথায় ফুল লাগিয়ে রাখে। যে ফুলে নিশ্চিত সু-ঘ্রাণ থাকে। যা না-মাহরাম পুরুষকেও আকৃষ্ট করতে পারে। সুতরাং ফুল পরা জাযেজ আছে কিনা?
উত্তর : বাড়ির বাহিরে না-মাহরাম পুরুষদের মধ্যে এভাবে ফুল পরিধান করে গমন করার অনুমতি নেই।
- মাহমুদিয়া 28/88, মিশকাত 96
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ
মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?
ইসলাম কী? মুফতি মুহাম্মদ উবাইদুল্লাহ