মাহরাম ব্যক্তির সাথে কতটুুকু পর্দা করতে হবে?
প্রশ্ন : পর্দানশীন মহিলা তার ভগ্নিপতি, ভাই, ফুফা, চাচা ও দেবরের সাথে কতটুকু পর্দা করে চলবে? এ সম্পর্কে শরীয়তের নির্দেশ কী? হাত যদি কব্জি পর্যন্ত খোলা থাকে এবং চেহারা খুলা রাখা অবস্থায় যদি তাদের সামনে আসে, তবে তাতে কোনো দোষ নেই তো?
উত্তর : ভাই এবং চাচার সাথে পর্দা করতে হয় না, ভগ্নিপতি, ফুফা ও দেবরের সাথে এবং চাচাতো ও ফুফাতো ভাইদের সাথে পর্দা করতে হবে। তাদের সামনে মোটেই আসবে না। যদি সকলে এক বাসায় থাকে আর বাসায় জায়গার খুব সংকীর্ণতা থাকে, তাহলে অপরাগ অবস্থায় কমপক্ষে এতটুকু পর্দা করতে হবে যে, তাদের সামনে হাত ও চেহারা খুলা রাখবে না; বরং যথাসম্ভব ঘোমটা টেনে রাখবে। তাদের সাথে হাসি-ঠাট্রা বা নিরিবিলি অবস্থায় থাকবে না। আর যদি জায়গার সংকীর্ণতা না থাকে, তাহলে তাদের থেকে দূরে অবস্থান করতে হবে।
- মাহমুদিয়া 28/844: আলমগীরী 5/328, আল-বাহরুর রায়েক 8/193, দূররে মুখতার 6/367, মিরকাত 3/409, শামী 6/368।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ
মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?
ইসলাম কী? মুফতি মুহাম্মদ উবাইদুল্লাহ