মুসলমান কি না?

মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?

আক্বীদা ও ফেকাহ জানা-অজানা

নিজের মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী

প্রশ্নঃ শরীয়ত কি মুসলমানের ওপর জরুরী করে দিয়েছে যে, সে নিজের মুসলমান হওয়ার দাবি করতে পারবে না? ইসলামের আকীদার খেলাফ আকীদা পোষণ করা জায়েয আছে কি?

উত্তরঃ এটা কোনো জরুরী নয় যে, বিনা প্রয়োজনে ও বিনা কারণে সব জায়গায় সব ব্যক্তি এ ঘোষণা দিতে থাকবে যে, আমি মুসলমান। অবশ্য প্রয়োজন হলে ঘোষণা জরুরী। অন্তরে সর্বাবস্থায় নিজের ইসলাম ও ঈমানের আকীদা রাখা কর্তব্য। ইসলামের আকীদার খেলাফ কোনো আকীদা পোষণ করা এবং কুফরী নিদর্শন ও প্রতীকের কোনো কাজ করা কখনো জায়েয নেই। কেননা, এতে ঈমান নষ্ট হয়ে যায়।

মাহমুদিয়া ২/১৯। তাফা। মাযহারী ৫/৩৭৭ সূরা নাহল ১০৬ হিন্দিয়া ২/২৫৭,276

উত্তর দিয়েছেন – মুফতী মুহাম্মদ উবাইদুল্লাহ হাফিজাহুল্লা

মুমিন ও মুসলমান সম্পর্কে জানতে ভিজিট করুন।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

ওলামায়ে কেরামের বিদায় Farewell to the scholars Kazi Mojahidul Islam r.

নবীজীর সুমহান চরিত্র | The noble character of the Prophet | Rahe Sunnat

এটা কোনো জরুরী নয় যে, বিনা প্রয়োজনে ও বিনা কারণে সব জায়গায় সব ব্যক্তি এ ঘোষণা দিতে থাকবে যে, আমি মুসলমান। অবশ্য প্রয়োজন হলে ঘোষণা জরুরী। অন্তরে সর্বাবস্থায় নিজের ইসলাম ও ঈমানের আকীদা রাখা কর্তব্য। ইসলামের আকীদার খেলাফ কোনো আকীদা পোষণ করা এবং কুফরী নিদর্শন ও প্রতীকের কোনো কাজ করা কখনো জায়েয নেই। কেননা, এতে ঈমান নষ্ট হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *