মুরাকাবা ও মুজাহাদা
মুরাকাবা
আল্লাহ তা‘আলা ইরশাদ করেন- وََ كَانَ اللهُ عَلٰى كُلِّ شَيْئٍ رَّقِيْبًا
আল্লাহ তা‘আলা সর্ব বিষয়ের উপর সজাগ নজর রাখেন। সূরা আহযাব : ৫২
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- اَلْاِحْسَانُ اَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاه فَاِنْ لَمْ تَكُنْ تَرَاه فَاِنَّه يَرَاكَ
অর্থ- ইহসান হলো, তুমি আল্লাহপাকের ইবাদত এমনভাবে করো, যেমন কিনা তুমি তাঁকে দেখছো। তুমি যদিও তাঁকে দেখছো না, কিন্তু তিনি তো তোমাকে দেখছেন। -মিশকাত শরীফ
তিনি আরো ইরশাদ করেন- اِحْفَظِ اللهَ تَجِدْهُ تُجَاهَكَ
তুমি আল্লাহ তা‘আলার প্রতি ধ্যান রাখো, তাঁকে তোমার সামনে পাবে।-মুসনাদে আহমদ, তিরমিযী
মুরাকাবা ও মুজাহাদা
মুজাহাদা
আল্লাহ তা‘আলাকে পাইতে অবিরাম মুজাহাদা করতে হবে।
আল্লাহ তা‘আলা ইরশাদ করেন-
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَاِنَّ اللهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ
অর্থ- আমার রাস্তায় আমার জন্য যারা কষ্ট স্বীকার করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। -সুরা আনকাবুত-৬৯
হযরত ফাযালা কামিল রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘মুজাহিদ সেই ব্যক্তি, যে আল্লাহ তা‘আলার আনুগত্যে নিজ নফসের সাথে জিহাদ করে’। -মিশকাত শরীফ
আল্লাহ তা‘আলার সন্তুষ্টি লাভের আশায় নফসের যাবতীয় কু-প্রবৃত্তি ও কামনা দমিয়ে রাখার চেষ্টা-সাধনা করাকে ‘মুজাহাদা’ বলে।
মুজাহাদার হাকীকত হলো যে, ইবাদত আনুগত্যের যে অলসতা বোধ হয় তখনই অলসতা পরিহার পূর্বক তা করে ফেলবে এবং যে গুনাহ করার আগ্রহ বোধ হয় তখনই গুনাহ করার চাহিদা দমন করে তা থেকে বিরত থাকবে। এ বিষয়টি যার অর্জন হয়ে যায় তার কোন কিছুর প্রয়োজন নাই।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ