মুসলমান কি না? মুসলমান পরস্পর ইখতেলাফের পরও মুসলমান থাকে
প্রশ্ন :
হিন্দুস্তানে বা যে কোনো দেশে যথেষ্ট সংখ্যায় মুসলমান বাস করে এবং পার্টির বিভিন্নতার কারণে সকলেই বিভিন্ন খেয়ালের অধিকারী। যার দরুন প্রতিনিয়ত হামলা হচ্ছে, তাদের জান-মাল, ইজ্জত-আব্রু সবকিছু নষ্ট হচ্ছে।
এমতাবস্থায় তারা মুসলমান কিনা? যদি মুসলমান থাকে, তাহলে এর সুরত কী এবং কীভাবে?
উত্তর :
প্রবৃত্তির তাড়না এবং ব্যক্তিগত ক্ষমতার বলে পার্টিবাজি করা অত্যন্ত নিন্দনীয়। এর পরিণাম নেহায়েতই খারাপ যেমনটা দেখা যায়। কিন্তু তারপরও তাদেরকে কাফের বলা যাবে না। কেননা, তারা মুসলমান অবশ্যই আছেন। তাদের এ অযাচিত আচরণ থেকে বিরত থাকা এবং লজ্জিত হয়ে তওবা করা কর্তব্য।
মাহমুদিয়া ২/২০ঃ তাফ মাযহারী ৯/৪৯ উমদাতুল কারী ৮/২২ কিরমানী ২১/৭৮ মিরকাত ১/৮৬ শরহে ফিকহে আকবর ৮৬ শরহে আকায়েদে নাসাফী-১১৬
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ
আদর্শ সেনানায়ক মহানবী The ideal commander is the Prophet
মুসলমান কি না? আরো পড়ুন আমাদের সাইটে।
কোনো অমুসলিম কি নেকী করে জান্নাতে যেতে পারবে?
প্রশ্নঃ
জহুর খান নামের এক ব্যক্তি বলে, মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী যদি নেক আমল করে, তাহলে সেও জান্নাতী হবে। এ দাবির পক্ষে সে কুরআনের আয়াত পেশ করে। অনুগ্রহ করে এর জবাব জানাবেন।
উত্তরঃ
যে ব্যক্তি কুফর ও শিরকের হালতে মরেছে সে মুক্তি পাবে না। সে সর্বদার জন্য দোযখে যাবে।
ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأوه النّار
অর্থ: যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা জাহান্নাম। এ ব্যাপারে কুরআনের স্পষ্ট আয়াত বিদ্যমান রয়েছে।
মাহমূদিয়া ২/৩৮: সূরা মায়িদা ৭২ সূরা নিসা ৪৮,১১৬।