যাকাত আদায়ে ধোকা দেওয়ার ঘটনা
একটি ঘটনা মনে পড়ে গেলো। একজন ডাক্তার ছিলেন। ডাক্তার ক্বিরার সাহেব তার নাম। সম্পর্ক ছিলো হযরতওয়ালা হারদুঈ রা এর সাথে। কৌতুক প্রিয় রশিক মানুষ ছিলেন তিনি। একটি ঘটনা শুনালেন আমাদেরকে। করাচির এক ব্যক্তি তার সম্পদ থেকে যাকাত দেওয়ার জন্য সম্পদ পৃথক করলো। যাকাতের পরিমাণ দাড়ালো কয়েক লক্ষ রুপি। সে যাকাতের লক্ষাধিক টাকা একটি বস্তা বন্ধি করলো। উপরের অংশে কিছু গম রাখলো। এরপর দুজন লোক নিযুক্ত করলো উত্তর দিকে ও দক্ষিন দিকে। তাদের একজন যাকাতের হকদার ব্যক্তিকে বললো তোমার কি গমের প্রয়োজন আছে? সে বললো হ্যা আমার তো গমের প্রয়োজন আছেই। তখন সে তাকে যাকাত বাবদ টাকা ভর্তি গমের বস্তা দিয়ে দিলো। অপর দিকে যে ২য় ব্যক্তি ছিলো যাকে (সাহেবে নেসাব) যাকাত আদায়ের মালিক আগে থেকেই ঠিক করে রেখে ছিলো তার সাথে যাকাত গ্রহিতার সাক্ষাত হলো। সে তার সাথে গম খরিদ করার আলোচনা শুরু করলো।
নিযুক্ত ব্যক্তি : তোমার গমের দাম কত?
যাকাত গ্রহিতা : আপনি যা দেন তাতেই চলবে।
এভাবে দরদাম করে এক পর্যায়ে সে তার কাছ থেকে যাকাতের লক্ষাধিক টাকা ভর্তি গমের বস্তা কিনে নিলো। এধরনের কার্যকলাপ পরিচালনা মালিক নিজেকে যাকাত আদায়কারী মনে করে। কেমন যেন সে আল্লাহ তাআলাকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। মালের ভালোবাসা এমনই হয়।
স্মরণ রাখুন! মালের ভালোবাসা সকল পাপের মূল। এরপর ইজ্জত সম্মানের ভালোবাসা। মানুষ আমাকে সালাম করুক। আমাকে সম্মান করুক। মাল ধন সম্পদ আছে নিশ্চিত মানুষ আমার কাছেই আসবে। আমাকেই সম্মান করবে। ফিকিরের বিষয়। চিন্তার বিষয়। এই মাল সম্পদ নিয়ে কোথায় যাবে তোমরা? বাস্তব সত্য কথা হলো মাল সম্পদ মধ্যম। কোনো মানুষই টাকা পয়সা খায় না। এমন কথা কখনো শুনিও নাই আবার কখনো দেখিও নাই। ক্ষুদা লেগেছে। নাও একশত টাকার নোট। চিবাও দেখবে ক্ষুদা মিটে গেছে। যতবেশী ক্ষুদার্তই হোক না কেন নগদ সত্ত্বা টাকা পয়সা ক্ষুদা মিটাতে পারে না। কারো কাছে অনেক টাকা পয়সা, স্বর্ণ রোপার স্তুপ, কিন্তু এগুলো তার ক্ষুদা দূর করতে পারে না। তাহলে এই টাকা পয়সা, ধন দৌলত কোন কাজের? এই জন্য প্রত্যেকটা মানুষের জরুরী হলো ধ্বংস হওয়ার চিন্তা করা। ফিকির করা। যাদুঘরে স্মৃতি বিজড়িত কত কিছু বিদ্যমান। এইটা অমুক রাজার তলোয়ার। এইটা অমুক শাহজাদার খঞ্জর। এই আবা অমুক বাদশার। এই মুকুট তার। এ সকল জিনিস আসবাবপত্র এখনো উপস্থিত। কিন্তু মালিক দুনিয়ায় নেই।
আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার ফায়দা
চারটি সোনালি আমল । প্রথম আমল : শোকর
চারটি সোনালি আমল : দ্বিতীয় আমল : সবর
চারটি সোনালি আমল : তৃতীয় আমল ইস্তেগফার
চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চিঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন
মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক