Question-and-answer

যুবতি মেয়ে, পিতা এবং ভাই-বোন এক বিছানায় ঘুমানোর বিধান

জানা-অজানা

যুবতি মেয়ে, পিতা এবং ভাই-বোন এক বিছানায় ঘুমানোর বিধান

প্রশ্ন : যুবতি মেয়ে এবং পিতা এক বিছানায় ঘুমানো জায়েয হবে কিনা? তেমনিভাবে বালেগ ভাই-বোন এবং যুবক ছেলে বাপের সাথে ঘুমাতে পারবে কিনা?

উত্তর : কারও জন্য এভাবে একত্রে ঘুমানো জায়েয হবে না। সকলে পৃথক বিছানায় ঘুমাতে হবে। যেমন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ছেলে-মেয়ে বালেগ হলেই বিছানা পৃথক করে দাও। হাদীস শরীফের নিষেধাজ্ঞা অমান্য করলে ইহকাল পরকাল উভয় জগতে শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, যদি এমন অসুস্থ হয়ে পড়ে যে, মা, বোন, কন্যা ছাড়া অস্থির থাকে, শান্তভাবে শোতে পারে না এবং খেদমতের জন্য এদের প্রয়োজন, তবে অপারগতার হুকুম ভিন্ন।

  • মাহমুদিয়া 28/105, আবু দাউদ 1/71, মিশকাত 1/58, আল-আশবাহ ওয়ান নাযায়ির 37, ক্বাওয়ায়িদুল ফিকহ 122।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?

ঘুরাফেরা করণার্থে মহিলাদের বাইরে যাওয়া

যে মহিলা বে-পর্দা চলতে অভ্যস্ত তার জন্যও পর্দা আবশ্যক

বিবাহের পর কনে তুলে নেওয়ার আগে পর্দা রক্ষা করা কি জরুরী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *