Question-and-answer

যে মহিলা বে-পর্দা চলতে অভ্যস্ত তার জন্যও পর্দা আবশ্যক

জানা-অজানা

যে মহিলা বে-পর্দা চলতে অভ্যস্ত তার জন্যও পর্দা আবশ্যক

প্রশ্ন : জনৈকা মহিলা বিবাহের পূর্বে পর্দা কি জিনিস জানত না। বিবাহের পর স্বামী তাকে পর্দা করতে বললে সে আমতা-আমতা করে বলে যে, জীবনে কোনো দিন পর্দা করলাম না এবং এলাকার সকলে আমার পরিচিত, আবার সেখানে পর্দারও তেমন প্রচলন নেই। এখন স্বামীর নির্দেশ মতো উক্ত মহিলার পর্দা করতে হবে কিনা?

উত্তর : তার জন্য পর্দা আবশ্যক। কেউ দীর্ঘ দিন বে-নামাযী থাকার পর পরবর্তীতে কেউ নামায আদায় করতে বললে সে যদি বলে যে, সারা জীবন তো নামায পড়লাম না; এখন পড়ে কী লাভ হবে? এ ধরনের মন্তব্য যেমন সম্পূর্ণ ভুল, তেমনি বে-পর্দা জীবন যাপনকারী মহিলার মন্তব্যও সম্পূর্ণ ভুল ।

  • মাহমুদিয়া ২৮/৯১: সূরা আহযাব ৫৯ তাফসীরে ইবনে কাছীর ৩/৮২৪।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?

ঘুরাফেরা করণার্থে মহিলাদের বাইরে যাওয়া

https://youtu.be/JzUwd-EUYW0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *