যৌথ পরিবারে পর্দা রক্ষা করার বিধান
প্রশ্ন : যে পরিবারের সকলে এক বাড়িতে থাকে, দেবর-ভাসুর একজনের পর একজন আসা-যাওয়া করে, সেখানে মহিলারা কীভাবে পর্দা করে চলবে? অনুগ্রহপূর্বক জানাবেন?
উত্তর : ঘরের মহিলাদের সারা শরীর আবৃত থাকবে। চেহারাও দেবর-ভাসুরের সামনা-সামনি করবে না। গায়রে মাহরাম কারও সাথে নিরিবিলি হওয়ার কোনো সুযোগ বা পরিস্থিতি যেন না হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। হাসি-ঠাট্টা করার ব্যাপারে সংযত থাকবে। এ বিধান তখন, যখন বাড়িতে অল্প জায়গা হওয়ার দরুন পুরুষ এলে মহিলারা সরে যাওয়ার স্থান না থাকে, মাঝখানে পর্দা ঝুলানোর সুযোগ না থাকে। কিন্তু যদি সরে যাওয়ার স্থান থাকে, তাহলে চেহারা খোলা অবস্থায় মহিলারা সরে না গিয়ে সেখানে অবস্থান করা জায়েজ হবে না। এ হলো, মহিলাদের জন্য করণীয়। আর পুরুষের জন্য করণীয় হচ্ছে, যখন বাড়ীতে প্রবেশ করবে তখন যেন আওয়াজ দিয়ে প্রবেশ করে, দৃষ্টি নিচু করে রাখবে, হাসি-ঠাট্টা করবে না এবং নির্জনতা অবলম্বন থেকে বিরত থাকবে।
- মাহমূদিয়া ২৮/৯২ : আল-ফিক্হুল হানাফী ওয়া আদিল্লাতুহ্ ২/৩৮৭ আলমগীরী ৫/৩২৭ বাহরুর রায়েক ৮/২৯৩।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ
মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?
ঘুরাফেরা করণার্থে মহিলাদের বাইরে যাওয়া
যে মহিলা বে-পর্দা চলতে অভ্যস্ত তার জন্যও পর্দা আবশ্যক