লোভ

লোভ আশআব। রাহে সুন্নাত ব্লগ

আত্মশুদ্ধি ইসলাম প্রতিদিন নসীহত

লোভ আশআব

কথিত আছে যে, একদা আশআব রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় বালকেরা তাকে নিয়ে ঠাট্রা-মজাক করছিল। আশআব তাদেরকে বলল- ধ্বংস হও তোমরা! সালিম ইবনে আব্দুল্লাহ হযরত উমর রাযি. এর সাদকার খেজুর বিতরণ করছে। আর তোমরা আমাকে নিয়ে মেতে রয়েছো। সাথে সাথে বালকেরা সালিম ইবনে আব্দুল্লাহর গৃহপানে ছুটল। আশআবও তাদের সাথে দৌড়াতে লাগল এবং বলতে লাগল- অসম্ভব তো নয় কি জানি, এটা সঠিকও তো হতে পারে।

লোভ মানুষকে কি না করাতে পারে।

লোভ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।

আল্লাহর ভয় মহান আল্লাহর সাথে বন্ধুত্ব গড়ার মাধ্যম

আদর্শ সেনানায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ড. এ. কে. এম. আইয়ুব আলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *