আপনার জিজ্ঞাসা আমাদের জবাববিবিধ

শুধু কালেমা পড়লে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়া যাবে কী?

শুধু কালেমা পড়লে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়া যাবে কী?

শুধু কালেমা পড়লে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়া যাবে কী?

প্রশ্ন : ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم এ আয়াতের ব্যাখ্যায় একজন আলেম অধিকাংশ মুফাস্সিরীনের এ মত উল্লেখ করেছেন যে, শুধু ঈমানদার আমলে সালেহা তথা নামায, রোযা ইত্যাদি ছাড়া জান্নাতের সুসংবাদের উপযুক্ত। কেননা, কোনো বিষয়ের আতফ তার নিজের ওপর করা হয় না। এটা কী করে সম্ভব?

উত্তর : যদি কোনো ব্যক্তি ঈমান আনয়নের পর নেক আমলের সুযোগ না পায়, তাহলে সেও খোদায়ী কানুন মতে সহীহ ধর্মের অনুসারী হিসেবে এ সুসংবাদের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি ঈমান আনার পর সুযোগ পেল কিন্তু সে আমলে সালেহা না করে গোনাহে লিপ্ত রইল সে প্রথম বারে জান্নাতে যেতে পারবে না; বরং শাস্তি ভোগ করার পর জান্নাতের উপযুক্ত হবে। উক্ত আলেমের দলীলের সারাংশ হলো, ঈমান ও আমালে সালেহা পৃথক পৃথক বিষয়। অতএব উভয়ের ওপর সুসংবাদ হবে,শুধু ঈমানের ওপর নয়। সুতরাং শুধু ঈমানদার হওয়ার ওপর সুসংবাদের উপযুক্ত হওয়ার ব্যাপারে এ দলীল পেশ করা সম্পূর্ণ অমূলক।

 সূত্র : মাহমুদিয়া ২/৩১: মিরকাত ১/৯৪

নিজের মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী

আমাদের সম্পর্কে জানতে ক্লিক করুন।

সাবস্ক্রাইব করুন আমাদের YouTube চ্যানেল Rahe Sunnat Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button