শ্যালিকা ও দেবরের সাথে কথা বলা। জরুরী মাসআলা-মাসায়েল
প্রশ্ন : উমর তার সাবালিকা শ্যালিকার সাথে এবং তার স্ত্রী দেবরের সাথে কথা বলতে পারবে কিনা?
উত্তর : প্রয়োজনবশত পর্দা সহকারে শালীর সাথে কথা বলা যাবে। কিন্তু বে-পর্দা হয়ে হাসি-তামাশা করা এবং নির্জনতায় দেখা-সাক্ষাৎ করা বৈধ হবে না। তেমনিভাবে দেবরের সাথেও প্রয়োজনে পর্দা সহকারে কথা বলা জায়েয এবং হাসি-তামাশা ও নির্জনতা অবলম্বন করা সম্পূর্ণরূপে নিষেধ।
- মাহমুদিয়া ২৮/১৩৩, শামী ১/২৭৪,২/৭৯ আহকামুল কুরআন ৩/৪০১ সাকবুল আনহুর ৪/২০৩ আল-আশবাহু ওয়ান নাযায়ির ১৫৯ বুখারী ২/৭৮৭ মিশকাত ২/২৬৮।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ