Question-and-answer

সমস্ত শরীর আবৃত করে শুধু চক্ষুদ্বয় খোলা রাখা কি জায়েয?

জানা-অজানা

সমস্ত শরীর আবৃত করে শুধু চক্ষুদ্বয় খোলা রাখা কি জায়েয?

প্রশ্ন : বোরকা বা চাদর দ্বারা সমস্ত শরীর আবৃত করে শুধু চক্ষুদ্বয় খোলা রাখা সহীহ হবে কি?

উত্তর : হ্যাঁ, সহীহ হবে। ভ্রমণে রাস্তা দেখার জন্য চেহারা বা চক্ষুদ্বয় খোলা রাখা নাকি নেকাব ব্যবহার করবে।

  • আপ কে মাসায়েল কাদীম ৮/৯২।

প্রশ্নঃ সফরে রাস্তা দেখার জন্য চেহারা বা চক্ষুদ্বয় খোলা রাখবে

উত্তর : নেকাব ব্যবহার করবে। হজ্জের সফরে পর্দা করা জরুরী।

  • আপ কে মাসায়েল ৮/৫৮।

প্রশ্ন : হজ্জের সফরে পর্দা করা জরুরী কিনা? এহরামে পাতলা কাপড় ব্যবহার করা এবং এ দ্বারা তাওয়াফ, নামায ও হজরে আসওয়াদ চুম্বন করার জন্য মানুষের ভীড়ে ধাক্কা-ধাক্কি করা কেমন?

উত্তর : এহরাম অবস্থায় বিধান হলো, কাপড় যেন চেহারায় না লাগে, এতদ্‌সত্ত্বেও তাদের জন্য যতটুকু সম্ভব না মাহরাম থেকে পর্দা করা জরুরী। কাজেই, ‘মক্কা মুকাররমায় বা হজ্জের সফরে পর্দা জরুরী নয়’ এরূপ ধারণা ভুল।

আর মহিলাদের জন্য এমন পাতলা কাপড় (যা দ্বারা চুলের আভা উদ্ভাসিত হয়) পরিধান করে নামায, তাওয়াফ ইত্যাদি করা হারাম। এমনকি এ ধরনের কাপড়ে নামায হয় না এবং মহিলারা পুরুষের ভীড় ঠেলে হজরে আসওয়াদকে চুম্বনের চেষ্টা করবে না। এরূপ করলে তারা গোনাহগার হবে। আর মহিলাদের জন্য হজ্জের সময়ও নিজ বাসস্থানে নামায আদায় করা উচিত। ঘরে নামায পড়ার দরুন তারা পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবে। তাদের ঘরে নামায পড়া হেরেম শরীফে নামায পড়া হতে উত্তম। তওয়াফের জন্য রাতে বের হবে। কেননা, সে সময় তুলনামূলক ভীড় কম থাকে।

  • আপ কে মাসায়েল ৮/৮৪: শামী ২/৪৮৮ হালবী কাবীর ২১২।

পীর-মুরীদীর উদ্দেশ্য

Rahe Sunnat Blog || রাহে সুন্নাত ব্লগ

https://www.youtube.com/watch?v=bMHc9QhAdas&t=1s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *