স্বামী-স্ত্রীর হকসমূহের মধ্যে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যের মধ্যে রয়েছে-
১. নিজ সাধ্যমত স্ত্রীর প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা।
২. স্ত্রীকে দ্বীনি মাসআলা-মাসায়েল শিক্ষা দেয়া।
৩. তার আত্বীয়-স্বজনদের সুযোগমত তার সাথে সাক্ষাত করতে দেয়া।
৪. স্ত্রীর ভুল-চুকের জন্য অধিকাংশ সময় ধৈর্য ধারণ করা, চুপ থাকা। বিশেষ প্রয়োজন বশতঃ শাস্তি প্রদানের ক্ষেত্রে মধ্যম পন্থাা অবলম্বন করা।
স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্যসমূহের মধ্যে রয়েছেঃ
১. স্বামীর আনুগত্য ও খেদমত করা এবং সর্বদা তার সন্তুষ্টি
অর্জনের চেষ্টা করা। হাঁ স্বামী কোন অবৈধ কাজের নির্দেশ
প্রদান করলে অপারগতা প্রকাশ করা।
২. স্বামীর সামর্থ্যরে ঊর্ধ্বে তার কাছে কোন কিছুর ফরমায়েশ না করা।
৩. অনুমতি ব্যতিত তার মাল-সম্পদ ব্যয় না করা।
৪. স্বামীর আত্মীয়-স্বজনের সাথে কঠোর ব্যবহার না করা, যা স্বামীর অন্তরে ব্যথার কারণ হতে পারে। স্বামীর মাত-পিতাকে বিশেষভাবে সম্মান ও শ্রদ্ধা করা।