হাসপাতালে ডেলিভারী করার শরয়ী বিধান
প্রশ্ন : যায়েদের স্ত্রী হিন্দার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হলে এর জন্য ঘরে ভালো ব্যবস্থা করার পরও সন্তান ভূমিষ্ঠ হয়নি। পরে একপ্রকার বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। হাসপাতালে নেওয়ার পর অপারেশনের সাহায্যে বাচ্চা ভূমিষ্ঠ হয়। এখন হিন্দা পুনরায় সন্তান সম্ভবা। এখন সে কী করবে? হাসপাতালে নেওয়া না হলে জীবনের মারাত্মক ঝুঁকি রয়েছে। হাসপাতালে যাবতীয় সুযোগ-সুবিধা থাকলেও পর্নার ক্ষেত্রে রয়েছে মারাত্মক অবস্থা। পর্দা ছাড়া চলাই যেন তাদের স্বভাব। আবার মেডিক্যালে ক্যাবিন নেওয়ারও সামর্থ্য নেই। এখন তার করণীয় কী?
উত্তরঃ জান বাঁচানো দায় হয়ে পড়লে পর্দার শতটি গৌণ মনে করতে হবে। বান্দার অপারগতা সম্পর্কে আল্লাহ তা’আলা অবগত রয়েছেন।
- মাহমুদিয়া ২৮/১২১। হিন্দিয়া ৫/৩৩০ যাইলায়ী ৬/১৭,১৮ আল-বাহরুর রায়েক ৮/১৯২।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ
যে মহিলা বে-পর্দা চলতে অভ্যস্ত তার জন্যও পর্দা আবশ্যক
বিবাহের পর কনে তুলে নেওয়ার আগে পর্দা রক্ষা করা কি জরুরী?