১৬ নং সবক। এক মিনিটের মাদরাসা। One Minute Madrasah

ইসলাম প্রতিদিন এক মিনিটের মাদরাসা

১৬ নং সবক। এক মিনিটের মাদরাসা। One Minute Madrasah

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

نَحْمَدُهٗ وَ نُصَلِّىْ عَلٰى رَسُوْلِهِ الْكَرِيْمِ

১. নামাযে পঠিত যিকিরসমূহের অর্থ- (১৪) اَلْحَمْدُ সকল প্রশংসা। (১৫) لِلّٰهِ একমাত্র আল্লাহ তা‘আলার জন্যই খাস। (১৬) رَبِّ প্রতিপালক।

২. নামাযের সুন্নাতসমূহ- (৩) وَ لَا الضَّآلِّیْنَ এর পর নীচুস্বরে আমীন বলা। (৪) ফজর ও যোহরে তিওয়ালে মুফাসসাল অর্থাৎ সুরা হুজুরাত থেকে সুরা বুরূজ পর্যন্ত। আসর ও ইশায় আওসাতে মুফাসসাল অর্থাৎ সুরা ত্বারিক থেকে সুরা লাম-ইয়াকুন পর্যন্ত এবং মাগরিবে কিসারে মুফাসসাল অর্থাৎ সুরা যিলযাল থেকে সুরা নাস পর্যন্ত সুরাসমূহ থেকে কোনো সুরা পড়া। তবে যোহরের নামাযে আওসাতে মুফাসসাল পড়ারও অনুমতি আছে।  (৫) ফজরের প্রথম রাকা‘আতকে দ্বিতীয় রাকা‘আত হতে দীর্ঘ করা, অর্থাৎ প্রথম রাকা‘আতের তুলনায় পৌনে এক অথবা অর্ধেক (তিলাওয়াত) করা।

৩. বড় বড় (কবীরা) গুনাহসমূহ- যা তাওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তা‘আলা যার উপর দয়া করেন। (১৪) গর্ব করা, অর্থাৎ নিজের বড়ত্ব সর্বদা উপরে রাখার চেষ্টা করা। (১৫) সামর্থ থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত ব্যক্তিকে সাহায্য না করা। (১৬) কারো আর্থিক ক্ষতি করা।

৪. গুনাহের ক্ষতিসমূহ দুনিয়াতেই যার সম্মুখীন হতে হয়- (১৪) গুনাহ করার কারণে বিবেক-বুদ্ধি হ্রাস পেতে থাকে। তাছাড়া গুনাহ করাটাই তো অনেক বড় নির্বুদ্ধিতার প্রমাণ। কারণ, সুস্থ্য বিবেকের অধিকারী হলে সে মহাপরাক্রমশালী উভয় জাহানের মালিক মহান রাব্বুল আলামীনের নাফরমানীতে লিপ্ত হতো না এবং গুনাহের সামান্য মজা পেয়ে দুনিয়া-আখেরাতের সমুদয় লাভকে ধ্বংস করে দিতো না। (১৫) গুনাহগার ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা‘নত ও অভিশাপে পড়ে যায়। কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুনাহগারের উপর লা‘নত করেছেন, যেমন- সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদী কারবারের লেখক এবং এর সাক্ষীর উপর লা‘নত করেছেন। এছাড়াও চোর, ছবি অংকণকারী, কওমে লুতের বদ আমলকারী (সমকামিতা) এবং সাহাবায়ে কেরাম রাযি. এর সমালোচনা ও গালমন্দকারীদের উপরও লা‘নত করেছেন। (১৬) গুনাহগার ব্যক্তি ফেরেশতাগণের দু‘আ থেকে বঞ্চিত হয়ে যায়, যেমন- কুরআনে কারীমে এসেছে, “ফেরেশতাগণ ওই সব মু‘মিন বান্দাদের জন্য আল্লাহ তা‘আলার কাছে ক্ষমা প্রার্থনা করেন যারা তাঁর হুকুম-আহকাম মেনে চলে”। সুতরাং যে ব্যক্তি গুনাহ করে সে কি করে এই নেয়ামতের মালিক হতে পারে?

৫. নেক কাজের ফায়দাসমূহ, যা দুনিয়াতেই পাওয়া যায়- (১৪) দ্বীনদারী ও নেক আমলের বরকতে রাজত্ব ও হুকুমত দীর্ঘস্থায়ী হয়। (১৫) কিছু কিছু আর্থিক ইবাদতের দ্বারা আল্লাহ তা‘আলার ক্রোধ নির্বাপিত হয় এবং বান্দা অপমৃত্যু থেকে রক্ষা পায়, যেমন- হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- দান-সদকা আল্লাহ তা‘আলার গযব রহমত দ্বারা পরিবর্তন হয় এবং অপমৃত্যু থেকে রক্ষা করে।  (১৬) দু‘আর মাধ্যমে বালা-মুসীবত দূর হয়, নেক কাজের দ্বারা বৃদ্ধি পায় হায়াত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- একমাত্র দু‘আ-ই পারে তাক্বদীরের পরিবর্তন ঘটাতে এবং নেক আমল-ই পারে হায়াত বাড়াতে।

এক মিনিটের মাদরাসা এক নং সবক

এক মিনিটের মাদরাসা দুই নং সবক

এক মিনিটের মাদরাসা তিন নং সবক

চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চি‌ঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন

আল্লাহর আইন শাশ্বত ও চিরন্তন

মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *