১৮ নং সবক। এক মিনিটের মাদরাসা। One Minute Madrasah
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
نَحْمَدُهٗ وَ نُصَلِّىْ عَلٰى رَسُوْلِهِ الْكَرِيْمِ
১. নামাযে পঠিত যিকিরসমূহের অর্থ- (১৬) رَبِّ প্রতিপালক। (১৭) اَلْعٰلَمِيْنَ সমস্ত সৃষ্টি জগত। (১৮) اَلرَّحْمٰنِ পরম দয়ালু।
২. নামাযের সুন্নাতসমূহ- (৫) ফজরের প্রথম রাকা‘আতকে দ্বিতীয় রাকা‘আত হতে দীর্ঘ করা, অর্থাৎ প্রথম রাকা‘আতের তুলনায় পৌনে এক অথবা অর্ধেক (তিলাওয়াত) করা। (৬) কিরা‘আত অতি ধীরে অথবা অতি দ্রুত গতিতে না পড়া; বরং মধ্যম গতিতে পড়া। (৭) ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকা‘আতে সুরা ফাতিহা পড়া।
৩. বড় বড় (কবীরা) গুনাহসমূহ- যা তাওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তা‘আলা যার উপর দয়া করেন। (১৬) কারো আর্থিক ক্ষতি করা। (১৭) কারো আত্মসম্মানে আঘাত করা। (১৮) ছোটদেরকে স্নেহ না করা।
৪. গুনাহের ক্ষতিসমূহ দুনিয়াতেই যার সম্মুখীন হতে হয়- (১৬) গুনাহগার ব্যক্তি ফেরেশতাগণের দু‘আ থেকে বঞ্চিত হয়ে যায়, যেমন- কুরআনে কারীমে এসেছে, “ফেরেশতাগণ ওই সব মু‘মিন বান্দাদের জন্য আল্লাহ তা‘আলার কাছে ক্ষমা প্রার্থনা করেন যারা তাঁর হুকুম-আহকাম মেনে চলে”। সুতরাং যে ব্যক্তি গুনাহ করে সে কি করে এই নেয়ামতের মালিক হতে পারে? (১৭) দুনিয়াতে বিভিন্ন রকমের অশান্তি সৃষ্টি হয়। যেমন- অনাবৃষ্টি, আবহাওয়ার প্রতিকূলতা, ফসল-ফলাদির অপ্রতুলতা ইত্যাদি। অভিজ্ঞতায় দেখা যায়, দিন দিন যে বালা-মুসীবত ও বে-বরকতী বেড়েই চলছে তা আমাদের গুনাহের ফল। (১৮) গুনাহের কারণে লজ্জা-শরম দূর হয়ে যায়। আর যখন লজ্জা-শরম থাকে না তখন তার পক্ষে যে কোনো অপরাধ করাই স্বাভাবিক বিষয় হয়ে যায় এবং গুনাহগারের উপর শয়তান প্রভাব বিস্তার করার ফলে তার অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে সহজেই গুনাহে লিপ্ত করে দেয়।
৫. নেক কাজের ফায়দাসমূহ, যা দুনিয়াতেই পাওয়া যায়- (১৬) দু‘আর মাধ্যমে বালা-মুসীবত দূর হয়, নেক কাজের দ্বারা বৃদ্ধি পায় হায়াত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- একমাত্র দু‘আ-ই পারে তাক্বদীরের পরিবর্তন ঘটাতে এবং নেক আমল-ই পারে হায়াত বাড়াতে। (১৭) সুরা ইয়াসীন নিয়মিত তিলাওয়াতে সকল কাজে সাফল্য অর্জিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- যে ব্যক্তি দিনের শুরুতে সুরা ইয়াসীন তিলাওয়াত করে তার সকল প্রয়োজন পূরণ করে দেয়া হয়। (১৮) সুরা ওয়াক্বি‘আহ নিয়মিত তিলাওয়াতে রিযিকের কষ্ট ও অভাব দূর হয়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকি‘আহ তিলাওয়াত করে তার (রিযিকের) কোনো অভাব থাকবে না।
চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চিঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন
মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক