২৮ নং সবক। এক মিনিটের মাদরাসা। One Minute Madrasah

ইসলাম প্রতিদিন এক মিনিটের মাদরাসা

২৮ নং সবক। এক মিনিটের মাদরাসা। লেখক : মাওলানা হাকীম মুহাম্মদ আখতার রহ. অনুবাদক : মাওলানা হামেদ জাহেরী, সম্পাদক : অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। অক্ষর বিন্যাস : মাওলনা আবু তাসনীম উমাইর।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

نَحْمَدُهٗ وَ نُصَلِّىْ عَلٰى رَسُوْلِهِ الْكَرِيْمِ

১. নামাযে পঠিত যিকিরসমূহের অর্থ- (২৬) اَلصِّرَاطَপথ, রাস্তা। (২৭) اَلْمُسْتَقِيْمَ সোজা, সরল। اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَআপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। (২৮) صِرَاطَ الَّذِيْنَ ওই সকল লোকদের পথ।

২. নামাযের সুন্নাতসমূহ- রুকূ থেকে মাথা উঠানোর সময় ইমাম سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهٗ এবং মুক্তাদী رَبَّنَا لَكَ الْحَمْدُ বলবে এবং একা নামায আদায়কারী উভয়টি বলবে। رَبَّنَا لَكَ الْحَمْدُ বলার পর حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ বলা মুস্তাহাব। সিজদার সুন্নতের বর্ণনা শুরু হচ্ছে,  সিজদার সুন্নাত ১২টি- (১) তাকবীর বলতে বলতে সিজদায় যাওয়া। (২) সিজদায় যাওয়ার সময় জমিনের উপর প্রথমে দুই হাঁটু রাখা।

৩. বড় বড় (কবীরা) গুনাহসমূহ- যা তাওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তা‘আলা যার উপর দয়া করেন। (২৬) কাফের কিংবা ফাসেকের পোশাক পরিধান করা। (২৭) পুরুষরা নারীদের পোশাক পরিধান করা। (২৮) নারীরা পুরুষদের পোশাক পরিধান করা।

৪. গুনাহের ক্ষতিসমূহ দুনিয়াতেই যার সম্মুখীন হতে হয়- (২৬) গুনাহ করার কারণে দুনিয়ার ভালবাসা ও আসক্তি বৃদ্ধি পায় আর আখেরাতের প্রতি অনাস্থা ও দুরত্ব সৃষ্টি হয়। একারণে গুনাহগার ব্যক্তি সকল বিষয়ে দুনিয়াবী স্বর্থকে বেশি প্রাধন্য দেয় এবং পরকালের আমলের প্রতি অনাগ্রহী ও অমনোযোগী হয়ে উঠে। (২৭) গুনাহ করার কারণেই আল্লাহ তা‘আলার গজব অবতীর্ণ হয়। (২৮) গুনাহের কারণে অন্তরের দৃঢ়তা ও মনোবল এবং দ্বীনের পরিপক্কতা দূর হয়ে যায়।

৫. নেক কাজের ফায়দাসমূহ, যা দুনিয়াতেই পাওয়া যায়- (২৬) মিসওয়াকের সুন্নাতের উপর আমল করার বরকতে আল্লাহ তা‘আলার সন্তুষ্টি লাভ হয়, নামাযে সত্তর গুণ সওয়াব বৃদ্ধি পায় এবং মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত স্মরণ হয়। যেমন হাদীস শরীফে এসেছে, মিসওয়াকওয়ালা উযূর দ্বারা এক রাকআত নামায মিসওয়াকবিহীন উযূর সত্তর রাকআত নামায অপেক্ষা উত্তম। আর মিসওয়াকের সুন্নাতের উপর আমলের বরকতে মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত স্মরণ হয়ে যায়। (২৭) ঈমান ও নেক আমলের বরকতে আল্লাহ তা‘আলা দুনিয়াতে ঈমানদার ও নেককার ব্যক্তিগণকে শান্তিময় জীবন দান করেন। (২৮) আল্লাহ তা‘আলা সকল মাখলুকের অন্তরে নেককার ব্যক্তির প্রতি ভালবাসা সৃষ্টি করে দেন এবং জমিনের উপর তার অপরিসীম মাকবুলিয়্যাত দান করেন।

আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার ফায়দা

চারটি সোনালি আমল । প্রথম আমল : শোকর

চারটি সোনালি আমল : দ্বিতীয় আমল : সবর

চারটি সোনালি আমল : তৃতীয় আমল ইস্তেগফার

চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চি‌ঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন

আল্লাহর আইন শাশ্বত ও চিরন্তন

মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *