৩৪ নং সবক। এক মিনিটের মাদরাসা। One Minute Madrasah লেখক : মাওলানা হাকীম মুহাম্মদ আখতার রহ. অনুবাদক : মাওলানা হামেদ জাহেরী, সম্পাদক : অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। অক্ষর বিন্যাস : মাওলানা আবু তাসনীম উমাইর
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
نَحْمَدُهٗ وَ نُصَلِّىْ عَلٰى رَسُوْلِهِ الْكَرِيْمِ
১. নামাযে পঠিত যিকিরসমূহের অর্থ- (৩২) وَ لَا الضَّآلِّیْنَ এবং ওই সব লোকদের পথও নয় যারা পথভ্রষ্ট। (৩৩) اٰمِيْن হে আল্লাহ! কবুল করুন। (৩৪) قُلْ هُوَ اللهُ (হে নবী!) আপনি বলে দিন, তিনি অর্থাৎ আল্লাহ।
২. নামাযের সুন্নাতসমূহ- (৬) দুই হাতের মাঝখানে সিজদা করা। (৭) সিজদা অবস্থায় রান থেকে পেট পৃথক রাখা (পুরুষের জন্য)। (৮) বাজু বগল থেকে আলাদা রাখা (পুরুষের জন্য)।
৩. বড় বড় (কবীরা) গুনাহসমূহ- যা তাওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তা‘আলা যার উপর দয়া করেন। (৩২) মিথ্যা সাক্ষ্য দেয়া। (৩৩) এতীমের সম্পদ হরণ করা। (৩৪) মা বাবার নাফরমানী করা এবং তাদেরকে কষ্ট দেয়া।
৪. গুনাহের ক্ষতিসমূহ দুনিয়াতেই যার সম্মুখীন হতে হয়- (৩২) পক্ষপাতমূলক অন্যায় বিচার ও ওয়াদা ভঙ্গ করার কারণে দুশমনকে প্রবল করে লেলিয়ে দেয়া হয় এবং দুশমন কর্তৃক নির্যাতন করানো হয়। (৩৩) মাপে বা ওজনে কম দিলে অভাব ও দুর্ভিক্ষ দেখা দেয় এবং শাসকদেরকে জুলুম-নির্যাতনে লিপ্ত করে দেয়া হয়। (৩৪) আমানতের খেয়ানত করার কারণে অন্তরে দুশমনের ভীতি ঢুকিয়ে দেয়া হয়।
৫. নেক কাজের ফায়দাসমূহ, যা দুনিয়াতেই পাওয়া যায়- (৩২) কোনো কোনো নেক আমলের মাধ্যমে অন্তরে তাকওয়ার নূর সৃষ্টি হয়। যেমন হাদীস শরীফে এসেছে- হযরত আবু উমামা রাযি. হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত লোকমান হাকীম স্বীয় পুত্রকে বলেছিলেন, হে আমার বৎস! আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সোহবত অবলম্বন করবে এবং নেককার লোকের বাণী শ্রবণ করবে, আল্লাহ তা‘আলা মুর্দা দিলকে হেকমতের নূর দিয়ে এমনভাবে জিন্দা করে দেন যেমন শুষ্ক ভূমিকে মুষলধারার বৃষ্টি দিয়ে সজীব করে দেন।
(৩৩) কোনো কোনো নেক আমলের মাধ্যমে বয়স বৃদ্ধি পায়, রিযিক প্রশস্ত হয় এবং অপমৃত্যু হতে হেফাজত থাকে। যেমন হাদীস শরীফে এসেছে, হযরত আলী রাযি. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কামনা করে যে, তার বয়স সমৃদ্ধি হোক, রিযিক প্রশস্ত হোক, অপমৃত্যু হতে সুরক্ষা হোক সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার করে।
(৩৪) পরিপূর্ণ তাওয়াক্কুলের কারণে আল্লাহ তা‘আলা বান্দার রিযিকের ব্যবস্থা করে দেন। যেমন হাদীস শরীফে এসেছে, হযরত উমর ইবনে খাত্তাব রাযি. হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তা‘আলার উপর যদি তোমরা এতটুকু ভরসা করতে যতটুকু করা দরকার ছিল, তাহলে তোমাদেরকে পাখির মত রিযিক দান করা হতো, পাখিরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধায় ভরা পেটে নীড়ে ফিরে।
চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চিঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন
মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক