৩৫ নং সবক। এক মিনিটের মাদরাসা। One Minute Madrasah লেখক : মাওলানা হাকীম মুহাম্মদ আখতার রহ. অনুবাদক : মাওলানা হামেদ জাহেরী, সম্পাদক : অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। অক্ষর বিন্যাস : মাওলানা আবু তাসনীম উমাইর
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
نَحْمَدُهٗ وَ نُصَلِّىْ عَلٰى رَسُوْلِهِ الْكَرِيْمِ
১. নামাযে পঠিত যিকিরসমূহের অর্থ- (৩৩) اٰمِيْن হে আল্লাহ! কবুল করুন। (৩৪) قُلْ هُوَ اللهُ (হে নবী!) আপনি বলে দিন, তিনি অর্থাৎ আল্লাহ। (৩৫) أَحَدٌ এক বা অদ্বিতীয়।
২. নামাযের সুন্নাতসমূহ- (৭) সিজদা অবস্থায় রান থেকে পেট পৃথক রাখা (পুরুষের জন্য)। (৮) বাজু বগল থেকে আলাদা রাখা (পুরুষের জন্য)। (৯) উভয় হাত কব্জি থেকে কনুই পর্যন্ত জমিনের উপর বিছিয়ে না রাখা (পুরুষের জন্য)।
৩. বড় বড় (কবীরা) গুনাহসমূহ- যা তাওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তা‘আলা যার উপর দয়া করেন। (৩৩) এতীমের সম্পদ আত্মসাৎ করা। (৩৪) মা বাবার নাফরমানী করা এবং তাদেরকে কষ্ট দেয়া। (৩৫) নিরপরাধ কাউকে খুন করা। অর্থাৎ অন্যায়ভাবে কাউকে হত্যা করা।
৪. গুনাহের ক্ষতিসমূহ দুনিয়াতেই যার সম্মুখীন হতে হয়- (৩৩) মাপে বা ওজনে কম দিলে অভাব ও দুর্ভিক্ষ দেখা দেয় এবং শাসকদেরকে জুলুম-নির্যাতনে লিপ্ত করে দেয়া হয়। (৩৪) আমানতের খেয়ানত করার কারণে অন্তরে দুশমনের ভীতি ঢুকিয়ে দেয়া হয়। (৩৫) দুনিয়ার মোহ ও ভালবাসায় পড়ে মৃত্যুকে ঘৃণা করার কারণে অন্তরে কাপুরুষতা ও ভীরুতা সৃষ্টি হয় এবং দুশমনের অন্তর থেকে ভয় দূর করে দেয়া হয়।
৫. নেক কাজের ফায়দাসমূহ, যা দুনিয়াতেই পাওয়া যায়- (৩৩) কোনো কোনো নেক আমলের মাধ্যমে বয়স বৃদ্ধি পায়, রিযিক প্রশস্ত হয় এবং অপমৃত্যু হতে হেফাজত থাকে। যেমন হাদীস শরীফে এসেছে, হযরত আলী রাযি. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কামনা করে যে, তার বয়স সমৃদ্ধি হোক, রিযিক প্রশস্ত হোক, অপমৃত্যু হতে সুরক্ষা হোক সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার করে।
(৩৪) পরিপূর্ণ তাওয়াক্কুলের কারণে আল্লাহ তা‘আলা বান্দার রিযিকের ব্যবস্থা করে দেন। যেমন হাদীস শরীফে এসেছে, হযরত উমর ইবনে খাত্তাব রাযি. হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তা‘আলার উপর যদি তোমরা এতটুকু ভরসা করতে যতটুকু করা দরকার ছিল, তাহলে তোমাদেরকে পাখির মত রিযিক দান করা হতো, পাখিরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধায় ভরা পেটে নীড়ে ফিরে।
(৩৫) সকাল-সন্ধায় নিম্নোক্ত দু‘আটি পাঠ করলে এর বরকতে আল্লাহ তা‘আলা তার দ্বীন-ঈমান, জান-মাল, পরিবার-পরিজনকে হেফাযতে রাখেন এবং অন্তর তাদের ব্যাপারে পেরেশানি ও উদ্বেগ হতে মুক্ত হয়ে যায়। দু‘আটি এই- بِسْمِ اللهِ عَلٰى دِيْنِىْ وَنَفْسِىْ وَوَلَدِىْ وَاَهْلِىْ وَمَالِىْ
চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চিঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন
মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক