৩৬ নং সবক। এক মিনিটের মাদরাসা। One Minute Madrasah

ইসলাম প্রতিদিন এক মিনিটের মাদরাসা

৩৬ নং সবক। এক মিনিটের মাদরাসা। One Minute Madrasah লেখক : মাওলানা হাকীম মুহাম্মদ আখতার রহ. অনুবাদক : মাওলানা হামেদ জাহেরী, সম্পাদক : অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। অক্ষর বিন্যাস : মাওলানা আবু তাসনীম উমাইর

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

نَحْمَدُهٗ وَ نُصَلِّىْ عَلٰى رَسُوْلِهِ الْكَرِيْمِ

১. নামাযে পঠিত যিকিরসমূহের অর্থ- (৩৪) قُلْ هُوَ اللهُ  (হে নবী!) আপনি বলে দিন, তিনি অর্থাৎ আল্লাহ। (৩৫) أَحَدٌ এক বা অদ্বিতীয়। (৩৬) اَللهُ الصَّمَدُ আল্লাহ তা‘আলা অমুখাপেক্ষী। অর্থাৎ সব তার মুখোপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন।

২. নামাযের সুন্নাতসমূহ-  (৮) বাজু বগল থেকে আলাদা রাখা (পুরুষের জন্য)। (৯) উভয় হাত কব্জি থেকে কনুই পর্যন্ত জমিনের উপর বিছিয়ে না রাখা (পুরুষের জন্য)। (১০) সিজদার মধ্যে কমপক্ষে তিনবার سُبْحَانَ رَبِّىَ الْاَعْلٰى পড়া।

৩. বড় বড় (কবীরা) গুনাহসমূহ- যা তাওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তা‘আলা যার উপর দয়া করেন। (৩৪) মা বাবার নাফরমানী করা এবং তাদেরকে কষ্ট দেয়া। (৩৫) নিরপরাধ কাউকে খুন করা। অর্থাৎ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। (৩৬) মিথ্যা কসম খাওয়া।

৪. গুনাহের ক্ষতিসমূহ দুনিয়াতেই যার সম্মুখীন হতে হয়- (৩৪) আমানতের খেয়ানত করার কারণে অন্তরে দুশমনের ভীতি ঢুকিয়ে দেয়া হয়।

(৩৫) দুনিয়ার মোহ ও ভালবাসায় পড়ে মৃত্যুকে ঘৃণা করার কারণে অন্তরে কাপুরুষতা ও ভীরুতা সৃষ্টি হয় এবং দুশমনের অন্তর থেকে ভয় দূর করে দেয়া হয়।

(৩৬) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- যখন আল্লাহ তা‘আলা কোনো বান্দার গুনাহের প্রতিশোধ নিতে চান তখন অধিকহারে বাচ্চাদের মৃত্যু হতে থাকে, অপর দিকে নারীরা বন্ধা (নিঃসন্তান) হতে থাকে।

৫. নেক কাজের ফায়দাসমূহ, যা দুনিয়াতেই পাওয়া যায়- (৩৪) পরিপূর্ণ তাওয়াক্কুলের কারণে আল্লাহ তা‘আলা বান্দার রিযিকের ব্যবস্থা করে দেন। যেমন হাদীস শরীফে এসেছে, হযরত উমর ইবনে খাত্তাব রাযি. হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তা‘আলার উপর যদি তোমরা এতটুকু ভরসা করতে যতটুকু করা দরকার ছিল, তাহলে তোমাদেরকে পাখির মত রিযিক দান করা হতো, পাখিরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধায় ভরা পেটে নীড়ে ফিরে। 

(৩৫) সকাল-সন্ধায় নিম্নোক্ত দু‘আটি পাঠ করলে এর বরকতে আল্লাহ তা‘আলা তার দ্বীন-ঈমান, জান-মাল, পরিবার-পরিজনকে হেফাযতে রাখেন এবং অন্তর তাদের ব্যাপারে পেরেশানি ও উদ্বেগ হতে মুক্ত হয়ে যায়। দু‘আটি এই-   بِسْمِ اللهِ عَلٰى دِيْنِىْ وَنَفْسِىْ وَوَلَدِىْ وَاَهْلِىْ وَمَالِىْ 

(৩৬) খাবারের আগে ও পরে হাত ধোয়ার মাধ্যমে দারিদ্রতা দূর হয়, অধিক পরিমাণে কল্যাণ লাভ হয়, রিযিক বৃদ্ধি পায় এবং সকল প্রকার বরকত লাভ হয়। যেমন হাদীস শরীফে এসেছে- হযরত ইবনে আব্বাস রাযি. হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খাবারের আগে ও পরে হাত ধোয়া দারিদ্রতা দূর করে দেয় এবং এটি আম্বিয়া আলাইহিমুস সালামগণের সুন্নাত।

এক মিনিটের মাদরাসা সবক নং ৩৫

চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চি‌ঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন

আল্লাহর আইন শাশ্বত ও চিরন্তন

মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক

https://youtu.be/bMHc9QhAdas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *