৪১ নং সবক। এক মিনিটের মাদরাসা। One Minute Madrasah। লেখক : মাওলানা হাকীম মুহাম্মদ আখতার রহ. অনুবাদক : মাওলানা হামেদ জাহেরী, সম্পাদক : অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। অক্ষর বিন্যাস : মাওলানা আবু তাসনীম উমাইর
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
نَحْمَدُهٗ وَ نُصَلِّىْ عَلٰى رَسُوْلِهِ الْكَرِيْمِ
১. নামাযে পঠিত যিকিরসমূহের অর্থ- (৩৯) وَ لَمْ یَكُنْ لَّهٗএবং তাঁর নেই। (৪০) كُفُوًا أَحَدٌ সমকক্ষ কেউ। وَ لَمْ یَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ এবং তার সমকক্ষ কেউ নেই। (৪১) سُبْحَانَ পবিত্রতা বর্ণনা করছি।
২. নামাযের সুন্নাতসমূহ- বসার সুন্নাত ১৩টি- (১) বাম পা বিছিয়ে তার উপর বসা, ডান পা খাড়া রাখা এবং পায়ের আঙুলগুলো কেবলার দিকে রাখা। (২) উভয় হাত রানের উপর রাখা। আঙুলের মাথা হাঁটু বরাবর রাখা। (৩) আত্তাহিয়্যাতু—এর মধ্যে ‘আশহাদু আল্লা—’ বলার সময় বৃদ্ধাঙ্গুল ও মধ্যমা আঙুল দিয়ে গোলাকৃতি বানিয়ে শাহাদাত আঙুল দিয়ে ইশারা করা এবং ইল্লাল্লাহু বলার সময় আঙুল ঝঁুকিয়ে দেয়া, ইশারা শেষ করে গোলাকৃতি নামাযের শেষ পর্যন্ত বাকি রাখা।
৩. বড় বড় (কবীরা) গুনাহসমূহ- যা তাওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তা‘আলা যার উপর দয়া করেন। (৩৯) মদ পান করা। (৪০) অন্যকে শরাব (মদ) পান করানো। (৪১) মদ তৈরী করা।
৪. গুনাহের ক্ষতিসমূহ দুনিয়াতেই যার সম্মুখীন হতে হয়- (৩৯) বুখারী শরীফের হাদীসে এসেছে- যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের জমির কিছু অংশও জবর দখল করে, তবে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সাতত্ববক জমির নীচে ধ্বসিয়ে দেয়া হবে।
(৪০) গুনাহের সবচাইতে বড় ক্ষতি তো এই যে, গুনাহগারের উপর আল্লাহ তা‘আলা নারাজ হয়ে যান। যদি গুনাহের আর কোনো প্রকার আযাব ও শাস্তি নাও হতো তবুও কেবল এতটুকু চিন্তা করেই গুনাহ বর্জন করা উচিৎ ছিল যে, কোনো মানুষ তার কোনো কল্যাণকামী ও উপকারীকে অসন্তুষ্ট করতে চায় না। তবে সেই প্রকৃত মুহসিন, করুনাময়, মেহেরবান মালিক আল্লাহ যার অগণিত অসীম দয়া আর অফুরন্ত নেয়ামতে সারাক্ষণ আমরা ডুবে আছি, তাঁকে নারাজ করা ভদ্রতা ও বন্দেগীর পরিপন্থি নয় কি? এ ছাড়া গুনাহের কারণে দুনিয়া ও আখেরাতে শাস্তির হুমকি ধমকি তো আছেই।
(১) গুনাহগার ব্যক্তি ইলমে দ্বীন থেকে বঞ্চিত হয়ে যায়।
৫. নেক কাজের ফায়দাসমূহ, যা দুনিয়াতেই পাওয়া যায়- (৩৯) কুরআন শরীফে শোকর আদায়ে নেয়ামত বৃদ্ধির ওয়াদা রয়েছে। ইমাম আযম আবু হানীফা রহ. বলেন, যে ব্যক্তি ঈমানের নেয়ামতের শোকর আদায় করতে থাকবে তার ঈমান কখনো বিনষ্ট হবে না বা কমবে না; বরং দিন দিন বৃদ্ধি পেতে থাকবে এবং ঈমানী মৃত্যু নসীব হবে। যেহেতু খাদ্য গ্রহণের পর এই দু‘আটি পড়া সুন্নাত- اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ اَطْعَمَنِىْ وَ سَقَانِىْ وَ جَعَلَنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ. উক্ত দু‘আয় খানার নেয়ামতের সাথে ঈমান ইসলামের নেয়ামত প্রাপ্তির শোকর আদায় হয়ে যায়।
(৪০) নেক কাজের সব চাইতে বড় ফায়দা এই যে, আল্লাহ তা‘আলা নেককার ব্যক্তির উপর রাজি হয়ে যান। হাদীসে কুদসীতে এসেছে- আল্লাহ তা‘আলা বলেন, যখন আমার ইবাদত করা হয় তখন আমি রাজি হয়ে যাই। আর যখন আমি রাজি হয়ে যাই তখন বরকত নাযিল করি। আর আমার বরকতের কোনো সীমা পরিসীমা নেই।
(১) আল্লাহ তা‘আলার হুকুম—আহকাম পালন করলে রিযিক বৃদ্ধি পায়। কোনো কোনো সময় বাহ্যিকভাবেও রিযিক বৃদ্ধি পায়। আর বরকত তো সর্বদা হতেই থাকে।
চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চিঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন