আত্মশুদ্ধির গুরুত্ব
মানুষের যাহের ও বাতেন উভয়টির তাযকিয়া বা পরিশুদ্ধতা জরুরী। ইসলামী শরীয়তে এতদুভয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। তাই শরীয়তের বিধান অনুযায়ী যাহেরকে ঠিক করা যেমন জরুরী, বাতেনকে পরিশুদ্ধ করাও তেমনি জরুরী। এই মর্মে কুরআন পাকে ইরশাদ হয়েছে- وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَه
অর্থ- ‘তোমরা যাহেরী ও বাতেনী সবধরণের গুনাহ পরিত্যাগ করো।
উপরোক্ত আয়াতে যাহের ও বাতেন উভয়টির তাযকিয়া তথা পরিশুদ্ধির প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। কাজেই একজন পূর্ণ মুমিনের জন্য যাহের ও বাতেনকে পরিশুদ্ধ করা জরুরী।
‘তাযকিয়া’ শব্দের আভিধানিক অর্থ হলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা, পরিশুদ্ধ করা, পূত-পবিত্র করা।
শরীয়তের পরিভাষায় তাযকিয়ার সারমর্ম হলো, মানুষকে আল্লাহ তা‘আলা যেমন বাহ্যিক অঙ্গ-প্রতঙ্গ সংশ্লিষ্ট বিধি-বিধান দিয়েছেন, যথা : নামায পড়ো, রোযা রাখো, যাকাত দাও, হজ্জ করো, মিথ্যা বলো না ইত্যাদি, তেমনি আত্মার উৎকৃষ্ট গুণাবলী অর্জন এবং দোষসমূহ পরিহার করতেও আদেশ করেছেন। যেমন- আল্লাহ তা‘আলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, বিপদ ও মুসীবতে ধৈর্য্যধারণ করা, তাওয়াক্কুল তথা একমাত্র আল্লাহ পাকের উপরই ভরসা করা, বিনয়ী হওয়া, ইখলাস তথা সকল কাজ আল্লাহপাকের সন্তুষ্টির উদ্দেশ্যে করা।
আমাদের সম্পর্কে জানতে ক্লিক করুন। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube চ্যানেল Rahe Sunnat Media
Follow Us