ঘুমানোর সময়ের আমল pdf নিয়মিত আমলসমূহ

ঘুমানোর সময়ের আমল pdf

ঘুমানোর সময়ের আমল pdf

১। ঘুমানোর দুআ-

اَللّٰهُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْيٰ

অর্থ : হে আল্লাহ! আমি তোমার নামেই মৃত্যুবরণ করি এবং তোমার নামেই জাগ্রত হই।
হাদীস : হযরত হুযাইফা (রাযি.) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, তখন বলতেন,

اَللّٰهُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْيٰ

-মুসনাদে আহমদ, হাদীস নং-২৩৪৫৯

২। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দুআ-

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ اَحْيَانَا بَعْدَمَا اَمَاتَنَا وَاِلَيْهِ النُّشُوْرُ

অর্থ : সমস্ত প্রশংসা ঐ আল্লাহ তায়ালার, যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করেছেন, আবার তাঁরই দিকে ফিরে যেতে হবে।
হাদীস : হযরত হুযাইফা (রাযি.) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন, তখন বলতেন,

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ اَحْيَانَا بَعْدَمَا اَمَاتَنَا وَاِلَيْهِ النُّشُوْرُ

-মুসনাদে আহমদ, হাদীস নং-২৩৪৫৯

৩। তিন কুল (সূরা ইখলাছ, ফালাক ও নাস) ক্রমানুসারে ১বার পড়ে পূর্ণ শরীর হাত দিয়ে মুছবেন। এভাবে ৩বার।
ফায়দা : হযরত আব্দুল্লাহ ইবনে খুবায়েব (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন, সকাল-সন্ধ্যায় কুলহু আল্লাহু আহাদ (সূরা ইখলাস), কুল আউযুবি রব্বিল ফালাক; (সূরা ফালাক) ও কুল আউযু বিরাব্বিন নাস; (সূরা নাস) তিনবার করে পড়ো, তাহলে এগুলো (সবকিছু থেকে) তোমার জন্য যথেষ্ট হবে। -মুসনাদে আহমাদ, হাদীস নং-২২৬৬৪

হাদীস : হযরত আবু হুরায়রা (রাযি.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে যাচ্ছিলাম সেই সময় তিনি একজনকে قُلْ هُوَ اللهُ পড়তে শুনলেন এবং বললেন, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, কি ওয়াজিব হয়েছে, ইয়া রাসূলুল্লাহ! তিনি বললেন জান্নাত। -মুয়াত্তা মালেক, হাদীস নং-১৮, পৃষ্ঠা-১৬৮

Exit mobile version