ফজর ও মাগরিবের নামাজের পর আমল
১। পাঁচ ওয়াক্ত নামাযের পরের সমস্ত দুআ।
২। সূরা ইখলাস, ফালাক ও নাস ক্রমানুসারে ৩ বার।
হাদীস : হযরত আব্দুল্লাহ ইবনে খুবায়ব (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন, সকাল-সন্ধ্যায় কুলহু আল্লাহু আহাদ (সূরা ইখলাস) কুল আউযু বিরব্বিল ফালাক (সূরা ফালাক) ও কুল আউযু বি রাব্বিন নাস (সূরা নাস) তিনবার করে পড়ো, তাহলে এগুলো সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আবু দাউদ, হাদীস…সুনানে তিরমিযী।
৩। اَللّٰهُمَّ اَجِرْنِىْ مِنَ النَّارِ
অর্থ : ইয়া আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও।
হাদীস : হযরত হারেস ইবনে মুসলিম তামীমী (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন ফজরের নামায আদায় করবে তখন কোনো কথা বলার পূর্বে সাতবার বলবে, اَللهُمَّ اَجِرْنِىْ مِنَ النَّارِ। তাহলে তুমি যদি এ দিনে মৃত্যুবরণ করো, আল্লাহ তায়ালা তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দিবেন। তদ্রƒপ যখন মাগরিবের নামায আদায় করবে তখন কোনো কথা বলার পূর্বে সাতবার বলবে اَللهُمَّ اَجِرْنِىْ مِنَ النَّارِ। তাহলে তুমি যদি এ রাতে মৃত্যুবরণ করো, তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পারোয়ানা লিখে দিবেন।
সূনানে আবু দাউদ, হাদীস নং-৫০৮০
- আমাদের সম্পর্কে জানতে ক্লিক করুন।
- সাবস্ক্রাইব করুন আমাদের YouTube চ্যানেল Rahe Sunnat Media