তাবলীগ ও আহকামে তাবলীগ
তাবলীগের কাজে সামান্যতম মেহনত করতে পারাও আল্লাহ তা‘আলার খাস তাওফীক, তাই মহান আল্লাহর দরবারে শুকর আদায়ের ব্যাপারেও সর্বদা সচেতন থাকবে।
Continue Readingপরিচালক : আবু তাসনীম উমাইর
তাবলীগের কাজে সামান্যতম মেহনত করতে পারাও আল্লাহ তা‘আলার খাস তাওফীক, তাই মহান আল্লাহর দরবারে শুকর আদায়ের ব্যাপারেও সর্বদা সচেতন থাকবে।
Continue Readingজাহান্নাম থেকে বাঁচার জন্য শিরকমুক্ত ঈমান ও বিদয়াতমুক্ত আমল অর্থাৎ রাসূল (সা.) এর দেখানো পদ্ধতিতে আমল প্রয়োজন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মাগিরব ও ফজর এই দুই ওয়াক্তে সাতবার করে নিম্নের দোয়াটি পড়ার জন্য শিক্ষা দিয়ে গেছেন।
Continue Reading(১২) হযরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত, জান্নাতীরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে। হতাসা দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না। পোশাক পরিচ্ছেদ ময়লা হবে না, পুরাতন হবে না। তাদের যৌবনও নিঃশেষ হবে না। -মুসলিম
Continue Readingকামেল ঈমানের বৈশিষ্ট্যসমূহ : নেক আমল করলে যদি অন্তর খুশি হয়, আর মন্দ কাজের দ্বারা যদি অন্তরে কষ্ট অনুভূত হয় তবে এটা পূর্ণ ঈমানের আলামত।
Continue Readingপ্রযুক্তি : বদলে দিয়েছে জীবনধারা উইকিপিডিয়া বলছে, প্রযুক্তি হচ্ছে, ‘কোন একটি প্রজাতির বিভিন্ন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান প্রয়োগের ব্যবহারিক জ্ঞান।’ অবশ্য ‘মানব সমাজের প্রেক্ষিতে বলা যায়, প্রযুক্তি হল কিছু প্রায়োগিক কৌশল যা মানুষ তার প্রতিবেশের উন্নয়নকার্যে ব্যবহার করে।’ অনেকে আরো সহজ করে বলেন, বিজ্ঞানের আবিষ্কারকে মানুষের প্রায়োগিক কাজে লাগানোর উপায়কে প্রযুক্তি বলে। চলমান শতাব্দীকে বলা […]
Continue Readingহুকুকুল ইসলাম সাধারণ মুসলমানের হক আত্মীয়-স্বজন ছাড়া সাধারণ মুসলমানদেরও কিছু হক আছে। ইমাম ইস্পাহানী (রহঃ) তারগীব ও তারহীবে হযরত আলী (রাযি:) হতে হাদীস বর্ণনা করেছেন। তাতে নিম্নলিখিত হক সমূহের কথা উল্লেখ রয়েছে। ১. মুসলমান ভাইয়ের ভুল-ত্র“টি ক্ষমার দৃষ্টিদে দেখা। ২. তার প্রতি দয়া প্রদর্শন করা। ৩. তার দোষ-ত্র“টি গোপন রাখা। ৪. তার উজর-অসুবিধা মেনে নেওয়া। […]
Continue Readingমাতা পিতার হক আদায় করা জরুরী। কারণ যারা জাগতিক নিয়ামত পাওয়ার মাধ্যম শরীয়তের আলোকে তাদেরও অধিকার রয়েছে। কেননা তারা আমাদের লালন-পালনের মাধ্যম।
Continue Readingইসলামী শরীয়ত ও বিবেক-বুদ্ধি উভয় দৃষ্টিকোণ থেকে এ কথা প্রমাণিত যে, আমাদের কাছে কিছূ হক ও কর্তবের বিষয় দাবী করা হয়েছে। তন্মধ্যে কতক রয়েছে আল্লাহ তাআলার হক, আর কতক রয়েছে বান্দার হক। বান্দার হকসমূহের মধ্যে কিছু রয়েছে দীনি হক আর কিছু রয়েছে দুনিয়াবী হকসমূহের মধ্যে কিছু আত্মীয়-স্বজনের সাথে, কিছু সাধারণ (অপরিচিত) লোকজনের সাথে আর কিছু বিশেষ লোকদের সাথে সম্পর্কিত। আরও কিছু হক রয়েছে সাধারণভাবে সকল মুসলমানের প্রতি, কিছু সমপর্যায়ের লোকদের প্রতি।
Continue Readingপরীক্ষা চলাকালীন সময়ের আমল يَاعَالِمُ (ইয়া আ’লিমু) ১৫০ বারপরীক্ষা শেষেيَا نَاصِرُ (ইয়া নাসিরু) ২১ বার এই আমলগুলো করলে পরীক্ষায় ভাল রেজাল্ট হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আমলগুলো করার তাওফীক দান করুন। আমীন
Continue Readingআল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদীস শরীফে এরশাদ ফরমান, নজর ইবলীসের তীর সমূহের মধ্য হতে একটি বিষাক্ত তীর। (সূতরাং প্রথমে তাকালে কিছুটা মজা অনুভুত হয় কিন্তু পরক্ষনে তার মারাত্নক বিষ যন্ত্রনা ও অসহনীয় জ্বলন দুনিয়াতেই ভোগ করতে হয়।
Continue Reading