পানি পার হওয়ার সময় রান উন্মুক্ত করার শরয়ী বিধান কী?
প্রশ্ন : পানি পার হতে গিয়ে কাপড় হাঁটুর উপরে তোলা এবং রান উন্মুক্ত করা জায়েয হবে কী?
উত্তর : নাভি থেকে হাঁটু পর্যন্ত সতরের অন্তর্ভুক্ত। কারও সামনে তা উন্মুক্ত করা জায়েয নয়। নামাযেও যেমন জায়েয নেই, নামায ব্যতীতও জায়েয নেই। এই মাসআলায় যে আলেম ও যে আলেম নয় সকলেই এক বরাবর। যে লোক হাঁটু উন্মুক্ত করবে তাকে নরমভাবে নিষেধ করা হবে। যে রান উন্মুক্ত করবে তাকে কড়াকড়ি নিষেধ করতে হবে। তবে যদি হাঁটু ও রানের উন্মুক্ত অংশ পানিতে ডুবে থাকার দরুন কারও নজরে না পড়ে, কাপড় তুলে তা পানির কাছাকাছি রাখা হয় যদ্দরুন পানির উপরে রানের খোলা অংশ কারও নজরে পড়ার সম্ভাবনা নেই। এরূপ হলে কাপড় তুলে পানি পার হওয়ার অনুমতি থাকবে ।
- মাহমুদিয়া ২৮/১২৩ : দুররে মুখতার ১/৪০৪ মুলতাকাল আবহুর মাআ মাজমাউল আনহুর ৪/৩০০ আল বাহরুর রায়েক ৮/১৯২।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ