About Me

“রাহে সুন্নাত মিডিয়া”র পরিচালক আবু তাসনীম উমাইর গ্রাফিক্স ডিজাইনার, প্রকাশনা বিভাগ এবং অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড তাকে মনের মত করে প্রস্তুত করেছে। তিনি নিজেকে একজন “চিরকালীন ছাত্র” হিসাবে বিবেচনা করেন, ইসলামী জ্ঞানের পাশাপাশি অনলাইনে নিজেকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একাডেমিক ভিত্তি গড়ে তোলার জন্য সবসময় সচেষ্ট।
ইসলাম ধর্মের অনুসরন করে সকল কাজ পরিচালনা করতে দৃঢ় বিশ্বাসী। তিনি বিশ্বাস করেন যে, কর্মক্ষেত্রে মননশীলতা এবং একাগ্রতা সাফল্যের মূল চাবিকাঠি । তিনি একটি কথা বার বার বলেন “তুমি কাজকে ভালোবাসো দায়িত্বকে নয়”। কাজের মধ্যে ডুবে থাকা তাঁর ধর্ম। সকলের মাঝে ইসলাম ধর্ম প্রচার করে নিজের শিক্ষা দিক্ষাকে কাজে লাগিয়ে ইয়াহইয়ায়ে সুন্নাত ও ইসলাহে মুনকারাত প্রতিষ্ঠা করেই হলো অনলাইনে কাজ করার মূল টার্গেট। তিনি বর্তমানে একজন ইসলামিক টিচার, গ্রাফিক্স ডিজাইনার ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসাবে কাজ করছেন এবং সর্বদা একটি চ্যালেঞ্জের প্রতি আগ্রহী। যোগাযোগ করতে umaire1992@gmail.com

                                                                              আবু তাসনীম উমাইর

Rahe Sunnat Media ইউটিউব চ্যানেলে আকাবির-আসলাফ, পীর- মাশায়েখ ও হক্কানি উলামায়ে কেরামের ওয়াজ-নসীহতসহ ইসলামী সকল প্রকার হামদ, না‘ত, গজল ইত্যাদি প্রচার করা হয়।

ইসলাহী বয়ানের এক নতুন ঠিকানা

March 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031