অতিভোজন (৩)

বর্ণনাকারী বলেন- খলীফার সম্মুখে পাঁচটি আনার (ডালিম) আনা হলো। তিনি পাঁচটি আনার খাওয়ার পর জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে এ ছাড়া আর আনার আছে কি? খাদেমগণ পর্যায়ক্রমে পাঁচটি করে আনার আনতে থাকলো, আর তিনি তা খেতে থাকলেন। এভাবে তিনি ৭০ টি আনার খেয়ে ফেললেন। এরপর তারা খলীফার সম্মুখে একটি ভূনাকৃত ছাগলছানা ও ছয়টি মুরগী নিয়ে এলো, তিনি সেগুলোও খেলেন। এরপর তায়েফের উন্নতমানের কিসমিস নিয়ে তার সমনে ছড়িয়ে দিল, তিনি তার বেশীরভাগই ভক্ষন করলেন। এরপর খলীফা কিছুক্ষন ঘুমালেন। জাগ্রত হওয়ার পর খাদেমগণ খানা হাজির কললো, মানুষে স্বাভাবিক যেভাবে খেয়ে থাকে তিনি সেভাবেই খানা খেলেন। সেখানে তিনি সেদিন এবং পরবর্তী দিনও অবস্থান করলেন। এরপর উমর ইবনে আব্দুল আযীয রহ. কে লক্ষ্য করে বললেন, আমার মনে হচ্ছে আমি মানুষের ক্ষতি সাধন করছি এবং ইবনে আবু যুবাইরকে বললেন- আমার সাথে মক্কায় চল। কিন্তু তিনি তা করলেন না। উপস্থিত লোকেরা ইবনে আবু যুবাইরকে বলল, আপনি তার সাথে গেলে ভালো হতো। তিনি বললেন- আমি গেলে কি বলব? আমি কি এ কথা বলব যে, আপনাকে যা আপ্যায়ন করেছি তার মূল্য দেন?