reception of bride (বৌভাত) আশআব || রাহে সুন্নাত ব্লগ || Rahe Sunnat Blog

সংস্কৃতি

উপহাস

আশআব থেকে বর্ণিত- তিনি একবার মদীনার এক গভর্ণরের গৃহে ওলীমা (বৌভাত) এর নিমন্ত্রনে উপস্থিত হন। যার নিমন্ত্রনে গিয়েছেন তিনি ছিলেন বেশ কৃপণ। তিন দিন যাবত তিনি লোকদেরকে আমন্ত্রন জানাতে থাকেন এবং খাবারের দস্তরখানে তাদেরকে সমবেত করতে থাকেন। কিন্তু দস্তরখানে ছিল একটি মাত্র ভূনাকৃত ছাগলছানা। আগুন্তকেরা তার পার্শ্বে ঘুরতে থাকলো। কিন্তু তাঁর কৃপণতা সম্পর্কে অবগত থাকার কারণে কেউই তা স্পর্শ করল না। আশআবও মানুষের সাথে সেখানে উপস্থিত হয়ে ভূনা ছাগলছানাটি দেখতো। তৃতীয় দিন সে বলল, তাঁর স্ত্রী তালাক হয়ে যাবে যদি এ ছাগলছানার জবাই করার ও ভূনা করার পরের বয়স পূর্বের বয়স অপেক্ষা দীর্ঘ না হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *