কারাগারে কুরআনের শিক্ষক গাঙ্গোহী রহ.
কারাগারে জালেম সরকার তাঁকে অন্যায়ভাবে বন্দি করল। জেলখানায় তিনি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কালাম কুরআন শরীফের দাওয়াত দিতে লাগলেন। কারারুদ্ধ আসামীকে পবিত্র কুরআনের তালীম ও শিক্ষা দিতে শুরু করলেন। কুরআনের প্রতি তাঁর ইশক ও ভালোবাসার আত্মপ্রকাশ জেলখানায়ও ঘটল। তিনি কারাগারে বন্দি সময়কেও কুরঅন শরীফ শিক্ষা দেয়ার কাজে ব্যয় করতে লাগলেন।
Continue Reading