কুরআন মাজীদের তিলাওয়াত : চলিত কিছু উদাসীনতা ও ইসলাহ

কুরআন মাজীদের তিলাওয়াত : চলিত কিছু উদাসীনতা ও ইসলাহ

কুরআন মাজীদের তিলাওয়াতের প্রতি কত আগ্রহ। তীরের পর তীর খাচ্ছেন আর রক্তে রঞ্জিত হচ্ছেন কিন্তু নামাযে কুরআন মাজীদ তিলাওয়াতের স্বাদে কোন রকম ব্যতিক্রম হচ্ছে না। আর আমাদের নামায ও তিলাওয়াত এরূপ যে, যদি মাশাও কামড় দেয় তবে নামাযের ধ্যান ছুটে যায়। কালামে মাজীদের তিলাওয়াতের প্রতি অমনযোগীতা চলে আসে। আর ভিমরুলের কথা তো বাদই দিলাম।

Continue Reading