ফিদিয়ার পরিচয়, আদায়ের পদ্ধতি এবং হকদার কে?
ফিদিয়ার পরিচয় : কোনো ভুলভ্রান্তির দরুন শরিয়তের পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেওয়া বিনিময়কে ফিদিয়া বলা হয়। ফিদিয়ার হকদার গরিব-মিসকিনরা, যারা জাকাতের হকদার। ফিদিয়া কোনো দ্বিনি প্রতিষ্ঠান, যেখানে যাকাতের হকদার আছে, সেখানেও দেওয়া যাবে। -আল ইনায়াহ : ২/২৭৩
Continue Reading