When is Miswak Sunnat? যে যে সময়ে মিসওয়াক করা সুন্নাত
১. ঘুম থেকে উঠার পর। –শামী : ১/২৩৩
২. উযূর পূর্বে। –শামী : ১/২৩৩
৩. কুরআন তিলাওয়াতের পূর্বে। –শামী : ১/২৩৩
৪. হাদীস শরীফ পড়া ও পড়ানোর আগে। –শামী : ১/২৩৩
৫. (অনেক আগে উযূ করে থাকলে) নামাযে দাঁড়ানোর সময়।-শামী : ১/২৩৩
৬. খানায়ে কা‘বা বা হাতীমে কা‘বায় প্রবেশের সময়। –শামী : ১/২৩৩
৭. যিকির করার পূর্বে।
৮. মুখে দুর্গন্ধ হলে। –শামী : ১/২৩৩
৯. কোনো দ্বীনী মজলিসে যাওয়ার আগে।
১০. ঘরে প্রবেশের পরে। –শামী : ১/২৩৩
১১. স্ত্রী সহবাসের পূর্বে। –শামী : ১/২৩৩
১২. ক্ষুধার্ত বা পিপাসিত হলে।
১৩. সফরে যাওয়ার পূর্বে।
১৪. সফর থেকে প্রত্যাবর্তনের পরে।
১৫. খাদ্য গ্রহণের আগে।
১৬. ঘুমানোর পূর্বে।
১৭. সাহরী খাওয়ার সময়।
১৮. মৃত্যুর চিহ্ন ফুটে উঠার পূর্বে। –আত্তারগীব ওয়াত্ তারহীব
মিসওয়াক করার সুন্নাত তরীকা
১. মিসওয়াক শুরু করার পূর্বে মিসওয়াক ভিজিয়ে নিবে। -শামী : ১/২৩৫
২. বিসমিল্লাহ বলে মিসওয়াক শুরু করবে।
৩. প্রথমে দাঁতের উপরের সারির ডান দিকে ঘষবে তারপর বাম দিকে, এরপর নিচের সারির ডান দিকে তারপর বাম দিকে। অতঃপর দাঁতের ভিতরের দিকে অনুরূপভাবে ঘষবে। -দুররুল মুখতার, শামী : ১/২৩৫
৪. মিসওয়াক জিহ্বার উপরিভাগে ও তালুতেও ঘষা উত্তম।
৫. উপরের নিয়মে তিনবার করে ঘষা উত্তম। প্রতিবারেই নতুন পানি দিয়ে মিসওয়াক ধুয়ে নেয়া মুস্তাহাব।
৬. মিসওয়াক প্রথমে দাঁতের উপর চওড়াভাবে এবং পরে গোড়ার দিক থেকে আগার দিকে ঘষবে। -আলমগীরী : ১/৭
৭. শোয়া অবস্থায় মিসওয়াক করা মাকরূহ। -শামী : ২/২৩৫
When is Miswak Sunnat?
কুরআনুল কারিমের কথা প্রবন্ধটি পড়তে ক্লিক করুন
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ